ময়মনসিংহে  গ্রুপ থিয়েটার ফেডারেশন এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহে গ্রুপ থিয়েটার ফেডারেশন এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভিনিউজ । বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগের আয়োজনে রবিবার ২৯ নভেম্বর গ্রুপ থিয়েটার ফেডারেশান এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে সংক্ষিপ্ত পরিসরে স্থানীয় বহুরূপ নাট্য সংস্থার কার্যালয়ে ময়মনসিংহের নাট্যাঙ্গনের নেতৃবৃন্দ ও নাট্য সংগঠকদের উপস্থিতিতে আলোচনা অনুষ্ঠান হয়েছে।

বিদ্রোহী নাট্য সংস্থার সাধারণ সম্পাদক ও গ্রুপ থিয়েটার ফেডারেশন ময়মনসিংহ বিভাগ এর সাংগঠনিক সম্পাদক শাহ্ আজহার হাবলুর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ময়মনসিংহ বিভাগের সভাপতি মণ্ডলীর সদস্য, ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশন এর আহবায়ক, বহুরূপী নাট্য সংস্থার সচিব শাহাদাত হোসেন খান হীলু।

এতে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ লোককৃষ্টি সংস্থার সাধারণ সম্পাদক এড. আবুল কাশেম, মুখোশ নাট্য সংস্থার সভাপতি আঃ হক শিকদার, ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এর সাধারণ সম্পাদক তপন কুমার রায়, ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সভাপতি শরীফ মাহফুজুল হক আপেল, বহুরূপী নাট্য সংস্থার সদস্য ওয়াহাব মাহমুদ রমজান, ঝিলিক নাট্য সংস্থার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ এর প্রতিনিধি মোঃ আবুল হাসেম, নাট্যজন সাইফুল ইসলাম দুদু, অনসাম্বল থিয়েটার এর সভাপতি মোঃ আবুল মনসুর, থিয়েটার সংলাপ এর সাধারণ সম্পাদক রজত কান্তি দেবনাথ, রঙ্গভূমি থিয়েটার এর নাট্যশিল্পী সাবরীনা জামান নৈরিতা, আব্দুর নূর তুষার, অভিনয় শিল্পী নবীন রায়, হাবিবুর রহমান রাসেল প্রমুখ।

সভায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে নাট্যকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

করোনা সংকটে নাট্যকর্মীদের অবদানের কথা উল্লেখ করে বক্তারা বলেন, নাট্যকর্মীরা সবসময়ই মানুষের সংকটে পাশে থেকেছে এবারও করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মানুষের পাশে থাকবে। এসময় রঙ্গভূমি থিয়েটারের পক্ষ থেকে উপস্থিত সকলকে মাস্ক উপহার দেয়া হয়।