ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো দুর্গোৎসব

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো দুর্গোৎসব

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   ভক্তবৃন্দের কন্ঠে ’মা তুমি আবার এসো’ এ আকুতি জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। পাঁচদিন ব্যাপী দুর্গোৎসবের শেষ দিনে বুধবার মন্ডপে মন্ডপে দশমীর বিহিত পূজার মধ্য দিয়ে ঘটে সমাপ্তি। এরপর শুরু হয় দেবীর বিসর্জন ও শান্তিজল গ্রহনের পালা।

গত শনিবার বোধনে অরুণ আলোর অঞ্জলি নিয়ে আনন্দময়ী মা উমাদেবীর আগমন ঘটে মর্ত্য। হিন্দু বিশ্বাসে টানা পাঁচ দিন মৃন্ময়ীরুপে মন্ডপে মন্ডপে থেকে ফিরে গেছেন কৈলাসে স্বামী শিবের সান্নিধ্যে। এবার গজে আসা দেবী ফিরেছেন নৌকায়। মন্ডপে মন্ডপে ভক্তদের ঢল, ঢাক আর শঙ্খধ্বনি, সিঁদুর খেলায় মুখরিত হয়ে ওঠে মন্ডপ প্রাঙ্গন। একদিকে উৎসবের আমেজ অন্যদিকে বিদায়ের সুর, শুরু হয় আনন্দে বিষাদে বিদায় উৎসব। বুধবার জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়ার শোভাযাত্রা শেষে মসিকের ব্যবস্থাপনায় ব্রক্ষপুত্র নদের কাচারীঘাটে প্রতিমা বিসর্জন দেয়া হয়।


বিসর্জনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্যানেল মেয়র -০১ আসিফ হোসেন ডন, মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলী, কাউন্সিলরগণ, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ থানা, ডিবি ও পুলিশের কর্মকর্তা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এড, রাখাল চন্দ্র সরকার বিকাশ সরকার, শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।###