You must need to login..!
Description
শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ প্রতিনিধিঃময়মনসিংহে ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগীতার চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলা।
আল-আরাফা ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহে ২৭ তম জাতীয় যুব হকি প্রতিযোগীতা ২০২২ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছিল গত সোমবার । এই প্রতিযোগীতায় ক গ্রুপে থেকে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জেলা ও খ গ্রুপে নেত্রকোনা জেলা।
বুধবার (৫ অক্টোবর) বিকালে সার্কিট হাউস মাঠে খেলা শেষে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহিত উর রহমান শান্ত, সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন,ময়মনসিংহ জেলা ক্রীড়া যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ রানা আহমেদসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশের ৯টি ভেন্যুতে ৩ নং অঞ্চল এ ময়মনসিংহ বিভাগের দলগুলো দুইটি ক ও খ গ্রুপে অংশগ্রহন করে। প্রতিযোগী শেরপুর,জামালপুর,নেত্রকোনা,টাঙ্গাইল জেলা অংশ করে।খেলা অনুষ্ঠিত হয় লীগ পদ্ধতিতে এবং দুই গ্রুপের শীর্ষ চুড়ান্ত দল হয় ময়মনসিংহ জেলা ও নেত্রকোনা জেলা।চুড়ান্ত দুই দলকে প্রতিযোগীতার জন্য অংশ গ্রহন করার জন্য ঢাকায় পাঠানো হবে।