স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হকের বাবা মোহাম্মদ আব্দুস সামাদ (৭৪) বুধবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের সাংবাদিক, রাজনীতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পৃথক পৃথক বিবৃতিতে এই শোক জ্ঞাপন করেন তারা। আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাদ জহুর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এই প্রবীণ ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এড জহিরুল হক থোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা, ময়মনসিংহ প্রেসক্লাব এর সাধারন সম্পাদক বাবুল হোসেন ও ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিউল আলম প্রমূখ। এছাড়াও মহরুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ময়মনসিংহের রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
শোক বিবৃতিতে তারা বলেন, সমাজের প্রবীণ ব্যক্তিদের মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে মরহুমের শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।