ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগীতার উদ্বোধন

image

You must need to login..!

Description

শফিকুল ইসলাম,ময়মনসিংহ থেকেঃ “হয়ে ওঠো আগামীর গ্র্যান্ডমাস্টার” এই স্লোগানে দেশব্যাপী-মার্কস একটিভ স্কুল দাবা প্রতিযোগীতা ২০২২ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন প্রধান অতিথি ময়মনসিংহ পুলিশ সুপার ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মাছুম আহাম্মদ ভূঞা।
শুক্রবার (৭আক্টোবর) সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউস সংলগ্ন রাইফেলস ক্লাবে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সম্পাদক সুব্রত দাস নীতিশ এর সঞ্চালনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
তিনি বলেন দাবা হচ্ছে একটি কৌশলগত খেলা এই খেলা বুদ্ধি ও মেধার মাধ্যমে খেলতে হয়।বর্তমান প্রজন্ম ভার্চুয়াল জগতে বেশি মনোযোগী।ভার্চুয়াল জগতের মাধ্যমে অনেক শিক্ষার্থী ভুল পথে চলে যাচ্ছে। দাবার মাধ্যমে নতুন প্রজন্মকে এই ক্ষতিকারক ভার্চুয়াল জগত থেকে ফিরে আনা সম্ভব। নারী ফুটবলারদের মতো একদিন দাবার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনবে নতুন এই প্রজন্ম। বক্তব্য শেষে ক্ষুদে দাবা প্রতিযোগী আবিদ হাসানের সাথে দাবা খেলেন মাছুম আহাম্মদ।

smart

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি শাহ মোহাম্মদ কামাল আকন্দ , জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন,যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ রানাসহ প্রমুখ।
উল্লেখ্য আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মার্কস আ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস ২০২২ নামে সারাদেশে প্রথমবার মতো এ দলগত দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে চারটি স্কুল এই প্রতিযোগীতায় অংশ গ্রহন করেছে ময়মনসিংহের ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল,জামালপুরে সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয়,শেরপুরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল,নেত্রকোনার আঞ্জুমান আর্দশ সরকারি উচ্চ বিদ্যালয়।এই প্রতিয়োগীতা আগামীকাল পর্যন্ত চলবে ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার