আব্দুল খালেক,পাবনা থেকেঃ বিশ্বব্যাংক ও পিকেএসএফের আর্থিক ও কারিগরী সহযোগীতায় দেশের জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক‘‘সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসইপি” প্রকল্পের আওতায়“পরিবেশ বান্ধব টেকসই অনুশীলনের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামাদি উৎপাদন দক্ষতা বৃদ্ধি”উপ প্রকল্পটি বগুড়া জেলায় বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ রেলওয়ে মার্কেট মালিক সমিতি ও টয়লেট তত্বাবধায়ক কমিটির নিকট পাবলিক টয়লেটের চাবি হস্তান্তর করেন।মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম গাক এসইপি প্রকল্পের ভূয়সী প্রশংসা করে এ ধরণের সেবামূলক কার্যক্রমের জন্য বাস্তবায়নকারী সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। নেতৃবৃন্দ জানান এ টয়লেট স্থাপনের মাধ্যমে মার্কেটের শতাধিক ওয়ার্কশপ,দোকান মালিক ও শ্রমিক কর্মচারীদের দীর্ঘ দিনের সমস্যা কিছুটা লাঘব হবে।
এ প্রকল্পের মাধ্যমে বগুড়ার সম্ভাবনাময় এ শিল্প ফাউন্ড্রি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতকে আরো সমৃদ্ধ করে পরিবেশ বান্ধব উপায়ে উন্নত বাজারে প্রবেশাধিকার নিশ্চিত কল্পে কাজ করে যাচ্ছে গাক।উদ্যোক্তাদের বিভিন্ন কারিগরি সেবাদান, প্রশিক্ষণ প্রদান,সহজ শর্তে ঋণ সুবিধা,সুরক্ষা সরঞ্জাম প্রদান সহ নানা রকম উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।চলতি বছরে বগুড়ায় কৃষি যন্ত্রাংশের বিভিন্ন ক্লাস্টারে বেশকিছু পাবলিক টয়লেট নির্মান করা হবে বলে বাস্তবায়নকারী সংস্থার পক্ষ হতে জানানো হয়।বগুড়া রেলওয়ে মার্কেটের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে জড়িত উদ্যোক্তা ও শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রকল্পের অর্থায়নে ৬ অক্টোবর পাবলিক টয়লেট উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-সচিব,গাকের পরামর্শক মোঃ মোবারক হোসেন তালুকদার,গাকের সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদার ও গাকের এসইপি প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম,মোঃ শহিদুল ইসলাম,বগুড়া রেলওয়ে মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম ও সাংগাঠনিক সম্পাদক মোঃ কাজল ইসলাম প্রমুখ।টয়লেট তত্বাবধায়ক কমিটির সভাপতি আব্দুর রহমান চুন্নু,গাকের এসইপি প্রকল্পের উদ্যোক্তা আব্দুল মাজেদ,নজরুল ইসলাম, বাবলু মিয়া সহ মার্কেটের মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।