ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৮

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, চুরি ছিনতাই রোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর মাঝে এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দাপুনিয়া বাজারস্থ রূপালী ব্যাংকের সামনে হতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী কেতোয়ালীর শস্যমেলার আলামিন(৩৫), ও মোঃ রুবেল (৩০)কে গ্রেফতার করেন। আসামীদ্বয়ের নিকট হতে ৯৭০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ৯,৭০০/- (নয় হাজার সাতশত) টাকা, একটি ব্যাটারি চালিত অটোরিক্সা, রিক্সাটি ৪(চার)টি ব্যাটারি সম্বলিত, সচল এবং জলপাই কালারের। বামপাশে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্লেট সম্বলিত যাতে রিক্সার নাম্বার নং-ম ১৫৯০ লেখা আছে উদ্ধার করা হয়।

এসআই মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী এলাকা হতে নিয়মিত মামলার আসামী কেওয়াটখালী মরাখলার মোঃ আজগর (৪৮)কে গ্রেফতার করেন।
এসআই মাহফুজুর রহমান মোবাইল ডিউটি করাকালীন সময়ে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার সিজেএম কোর্ট এর সামনে হতে স্থানীয় লোকজন এবং কোর্ট পুলিশের হেফাজত হতে আটককৃত আসামী চরপাড়ার রুহুল(২৮)কে নিজ হেফাজতে নেন এবং বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এসআই রাশেদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ২৮/সি/১ সেহড়া ধোপাখোলা আসামীর নিজ সাকিনস্থ এলাকা হতে নিয়মিত মামলার আসামী ২৮/সি/১ সেহড়া ধোপাখোলার শফিকুল ইসলাম (৫৮)কে গ্রেফতার করেন।

এসআই ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার কালীবাড়ী বাইলেন এলাকা হতে চুরি পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে আকুয়া মাদ্রাসা কোয়ার্টারের শ্রাবণ ওরফে শাওন(২২) ও দিঘারকান্দা বন্দের বাড়ী (মালেক চেয়ারম্যানের বাড়ীর পার্শ্বে), জুলহাস(৪৫)কে গ্রেফতার করেন।

ইহা ছাড়াও এসআই (নিঃ) খোরশেদ আলম এবং এএসআই মাহমুদুল ইসলাম, ০৩নং ফাড়ি পৃথক পৃথক অভিযান চালি্য়ে ০২টি সিআর সাজা বডি তামিল এবং এসআই সোহেল রানা, ০২নং ফাড়ি, এএসআই রেজাউল করিম, ছাত্তার, আবুল হাসান, ছামিউল হক, মাসুম রানা প্রত্যেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে মোট ০৮টি জিআর বডি তামিল করেন।
এসআই আশিকুল হাসান অন্যান্য মামলার আসামী বড় কালীবাড়ীর বিজয় চন্দ্র (৩২)কে বিধি মোতাবেক বিজ্ঞ কোর্টে সোপর্দ করেন।
সিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামী কোতোয়ালীর চুরখাই রফিকুল ইসলাম ও ঝাপারকান্দাআনারুল হক, জিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী-কোতোয়ালীর রূপাখালী গ্রামের গোলজার আলী ওরফে লেদু, সানাদিয়ার মোঃ আজহারুল, দাপুনিয়া গোষ্ঠা চরপাড়ার মোঃ জিলানী(৩৫), টান কাতলাসেন রাকিব (২০), চরপাড়ার সাব্বির (২২),বেগুনবাড়ী বরিয়ান, মোঃ চান মিয়া ওরফে মিয়া হোসেন,-বলাশপুর বাইপাস রোড সংলগ্ন জনি মিয়া(২৫) ও পাটগুদাম রোডের (দুলদুল ক্যাম্প),সুমন(৪৮) গ্রেফতার করা হয়। । গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।##

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার