
You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ,সাবেক হুইপ বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ ১৫ অক্টোবর ময়মনসিংহে অনুষ্ঠিতব্য বিভাগীয় গণসমাবেশ সফল করতে আজ দুপুরে জামালপুরের ষ্টেশন রোডে এবং বিকেলে শেরপুর পৌর শহরে গীতা নারায়নপুরে গণসংযোগ ,প্রচারপত্র বিতরণসহ প্রচার,প্রচারণায় অংশ নেন এবং জেলা বিএনপির প্রস্তুতি সভায় যোগ দেন। এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন ,শরীফুল আলম,জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ,সাবেক উপমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক ,জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম,শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল,সাধারণ সম্পাদক হযরত আলী উপস্থিত ছিলেন । নেতৃবৃন্দ এসময় জনসাধারণের হাতে প্রচারপত্র তুলে দিয়ে ১৫ অক্টোবর ময়মনসিংহে গণসমাবেশে যোগ দিয়ে সফল করার আহ্বান জানান ।
সকালে জামালপুর ষ্টেশনবাজারে বিএনপি কার্যালয় সংলগ্ন ভবন এবং বিকেলে শেরপুর তানযিমুল কুরআন আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত জেলা বিএনপির প্রস্তুতি সভায় বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান বলেন, গণ আন্দোলনকে বিভ্রান্ত করতে সরকার মিথ্যাচার করছে।আওয়ামী লীগেরআওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী নেতারা নেতারা প্রতিদিন অপপ্রচার করে চলেছে। বিএনপি দেশের জন্য রক্ত দেয় নাই বলে আওয়ামী সাধারণ সম্পাদকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মশিউর রহমান বলেন, জনদুর্ভোগ বিরোধী চলমান আন্দোলনে ওবায়দুল কাদের সাহেবরা গুলি করে ,রক্ত ঝড়িয়ে,লাশ ফেলে বলেন বিএনপি রক্ত দিতে পারে না। জনগণের রক্ত চুষে তাদের অভ্যাস,তারা আরও রক্ত চায়। আওয়ামী লীগ রক্তের হোলি খেলায় মেতে উঠেছে। তিনি বলেন আওয়ামী লীগের কাছে দেশ,জাতি,গণতন্ত্র ,জনগণ নিরাপদ নয়। আওয়ামী ফ্যাসিবাদের যাতাকল থেকে দেশ,জাতি,গণতন্ত্র,জনগণকে উদ্ধার করতে বিএনপি বদ্ধপরিকর ।
সভায় এমরান সালেহ্ প্রিন্স বলেন, সিইসি,নির্বাচন কমিশন নির্বাচনের দিন ক্ষন যতই নির্ধারণ করেন না কেনো, আওয়ামী লীগ ও তাদের লেজুর বর্তমান
নির্বাচন কমিশনের অধীনে কোনও নির্বাচন হবে না। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে চূড়ান্ত আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান । তিনি বলেন বিভাগীয় গণসমাবেশ চলমান আন্দোলনের টার্নিং পয়েন্ট ।
ওয়ারেস আলী মামুন বলেন, লক্ষ লক্ষ নেতাকর্মীর ত্যাগ বৃথা যাবে না। ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নিতে মাঠ পর্যায়ে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।
শরীফুল আলম বলেন, বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে ।সরকার মরিয়া হয়ে আন্দোলন দমন করতে ফ্যাসিবাদী নির্যাতন চালাচ্ছে । এবার দমন নিপীড়ন সত্বেও আন্দোলন ব্যার্থ করা যাবে না।
জামালপুর জেলা বিএনপির প্রস্তুতি সভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম ও শেরপুর জেলা বিএনপির প্রস্তুতি সভায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল সভাপতিত্ব করেন । সভা দুটিতে জেলা,উপজেলা ,পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য , বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমানসহ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ,সহ সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী,শরীফুল আলম
গতকাল থেকে ৫ দিন ব্যাপী জেলা সফর শুরু করেছেন।গতকাল ৭ অক্টোবর ময়মনসিংহ উত্তর ও মহানগর এবং আজ ৮ অক্টোবর জামালপুর ও শেরপুর জেলার প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ অংশ নেন। নেতৃবৃন্দ ১০ অক্টোবর ময়মনসিংহ দক্ষিণ এবং ১১ অক্টোবর নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার প্রস্তুতি সভায় যোগ দেবেন।