You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়িসহ ৮ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞা এর নির্দেশে কোতোয়ালী এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, চুরি ছিনতাই রোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর মাঝে এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চর হাসাদিয়া দক্ষিনপাড়াস্থ ব্রহ্মপুত্র নদের চর হতে ০৪জন জুয়াড়ী আটক করেন। জুয়াড়ীদের নিকট হতে দ ৬১০/- (ছয়শত দশ) টাকা যাহার মধ্যে ১০০/-টাকার নোট ০৩টি, ৫০/-টাকার নোট ০৩টি, ২০/-টাকার নোট ০৬টি, ১০/-টাকার নোট ০৪টি এবং জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস যাহার প্রত্যেকটি তাসের কভার পৃষ্ঠায় গাড়ী ও মোটরসাইকেলের ছবি যুক্ত উদ্ধার করা হয়। জুয়াড়ীরার হলেন কোতোয়ালীর চর হাসাদিয়া দক্ষিনপাড়ার মোঃ স্বপন মিয়া (৫০), মোঃ মঞ্জুরুল (৩০), মোঃ নাহিদ (৩০), চক শ্যামরামপুরের মোঃ আব্দুল আলীম (৫৫)।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার গাঙ্গিনারপাড়স্থ রমেশ সেন রোড পতিতা পল্লী জনৈক হিরু মিয়ার ৪নং বাড়ীর সামনে হতে ০১জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আসামীর নিকট হতে সাদা পলিথিনে মোড়ানো ১০(দশ) পুটলা হেরোইন, ওজন ১০(দশ) গ্রাম উদ্ধার করা হয়। এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দীঘারকান্দা সাকিনস্থ মা-সুফিয়া কনফেকশনারী এন্ড মা মিষ্টি মুখ এর সামনে হতে ০১জন মাদক ব্যবসায়ী আটক করা হয়। আসামীর নিকট হতে একটি সাদা রঙের বাজারের ব্যাগের মধ্যে রক্ষিত স্বচ্ছ টেপ দ্বারা প্যাঁচানো ও ভেতরে খাকী রংয়ের কসটেপ দিয়ে প্যাঁচানো ০১(এক) কেজি ৪৩৫ (চারশত পঁয়ত্রিশ) গ্রাম কথিত গাঁজা, যার অনুমান মূল্য ১৪,৩৫০/-(চৌদ্দ হাজার তিনশত পঞ্চাশ) টাকা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) দেবাশীষ সাহা এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া চৌরঙ্গীর মোড় এলাকা হইতে চুরি মামলায় আসামী সুজন(২২), সাং-আকুয়া বোর্ডঘর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আমিনুল ইসলাম এর নেতৃত্বেঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন ময়মনসিংহ মটরযান কর্মচারী ইউনিয়ন অফিস এর সামনে হতে দস্যুতার চেষ্টা করার অপরাধে ০১জন আসামী আটক করা হয় এবং অজ্ঞাতনামা ০২ জন পালিয়ে যায়। আসামীর নিকট হতে লোহার তৈরি ০১(এক)টি দেশীয় ধারালো ছোট দা। লোহার হাতলসহ যার দৈর্ঘ্য ৭.৪ ইঞ্চি, হাতলের দৈর্ঘ্য ৩.১ ইঞ্চি এবং হাতলটি একটি নীল-সাদা ছোট নেকড়া দ্বারা প্যাঁচানো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।