বগুড়ায় সবজি উৎপাদনকারী ও বাজারজাতকরণ উপ-প্রকল্পের মাষ্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ায় সবজি উৎপাদনকারী ও বাজারজাতকরণ উপ-প্রকল্পের মাষ্টার ট্রেইনারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনাঃ  উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ উপ-প্রকল্পের মাষ্টার ট্রেইনারদের প্রশিক্ষণ ও প্রটোকল উন্নয়ন শীর্ষক কর্মশালা ৭ অক্টোবর টিএমএসএসের বগুড়ার মাটিডালি কেন্দ্রীয় জোন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন সহযোগিতায় ও টিএমএসএসের বাস্তবায়নে এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল কুদ্দুস এর সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ও অপারেশন-১ বগুড়া ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রেজাউল করিম প্রমুখ।কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়কারী ও কর্মশালার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস।কর্মশালায় টিএমএসএসের কেন্দ্রীয় বগুড়া জোন প্রধান মোঃ গোলাম মোস্তফা,নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাত করণ উপ-প্রকল্পের মাস্টার ট্রেইনারগন অংশ নেয়।
দিন ব্যাপি এ কর্মশালায় স্থানীয় এনজিও কমী,জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।