টিএমএসএসের পরামর্শক এনামুল হকের মৃত্যুতে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের শোক

টিএমএসএসের পরামর্শক এনামুল হকের মৃত্যুতে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের শোক

BMTV Desk No Comments

পাবনা প্রতিনিধি : উত্তর জনপদ তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের পরামর্শক গুড গভানেন্স এন্ড ইন্টারগ্রেটি কমিটির মোঃ এনামুল হক-৭০ গত রবিবার বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)।তিনি টিএমএসএস পরিচালিত রিলিজিয়াস কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা’র পিতা ও টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুর রউফের শ্বশ্বুর।তিনি মৃত্যুকালে চার কন্যা ও এক ছেলে সন্তান সহ অনেক গুনগ্রহী রেখে গেছেন।বগুড়ার মালতীনগর নিবাসী মরহুম এনামুল হকের, মালতিনগর এমএসক্লাব ঈদগাহ্ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা ও টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সে দ্বিতীয় জানাজা শেষে রিলিজিয়াস কমপ্লেক্সের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে টিএমএসএস পরিবার একজন সুদক্ষ পরামর্শককে হারালো।মোঃ এনামূল হকের মৃত্যুতে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম গভীর শোক জ্ঞাপন করেছেন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।ঢাকার সফেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ড.খান আসাদুজ্জামান এবং পাবনা থেকে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক, টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল খালেক পিভিএম তাঁর মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন, তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি ধৈর্য্য ধারন করতে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছেন।

LATEST POSTS