ময়মনসিংহ পলিটেকনিক মাঠে বিএনপির ময়মনসিংহ বিভা্গীয় গণসমাবেশের অনুমতি মিলেছে

ময়মনসিংহ পলিটেকনিক মাঠে বিএনপির ময়মনসিংহ বিভা্গীয় গণসমাবেশের অনুমতি মিলেছে

October 14, 2022 89 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সমাবেশের অনুমতি নিয়ে দিনভর আলোচনা শেষে আগামীকাল শনিবার চরপাড়া ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে বিএনপির ময়মনসিংহ বিভা্গীয় গণসমাবেশের অনুমতি মিলেছে বলে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, জেলা প্রশাসক এনামুল হক বিকাল ৪টার দিকে পলিটেনিক মাঠে সমাবেশের অনুমতি দিয়েছেন। সন্ধ্যার পর  থেকে মঞ্চ তৈরীর কাজ শুরু হয়েছে।  সমাবেশ মাঠে যে সব জায়গায় গর্ত আছে সেসব জায়গায় বালু মাটি পালানো হচ্ছে।

উল্লেখ্য আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদ্স্য ও সমাবেশের উপদেষ্টা নজরুল ইসলাম খান সমাবেশের অনুমোদন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে ছিলেন। সমাবেশের অনুমতি দেয়ার ফলে বিএনপির মাঝে স্বস্তি ফিরে এসেছে। জেলা (উত্তর) বিএনপির দপ্তর সম্পাদক এড, এম এ হান্নান সাংবাদিকদেরকে জানান কাল বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে আসার পথে সরকারী দলের নেতাকর্মীরা পথে পথে বাধা দেয়ার আশংকা প্রকাশ করছেন।ইতোমধ্যে আজ বিকাল থেকে আন্তঃজেলা ও উপজেলার সাথে চলাচলকারী  বাস, অটো, সিএনজি গণপরিবহণ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

সাম্প্রতিক