ময়মনসিংহে জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর ৪জন সক্রিয় সদস্য গ্রেফতার

ময়মনসিংহে জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর ৪জন সক্রিয় সদস্য গ্রেফতার

BMTV Desk No Comments

 

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
র‌্যাব-১৪, সদর ব্যাটালিয়ন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী বই, লিফলেট, নগদ টাকা ও মোবাইল সেটসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য ০৪জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-১৪ এসিনিঃ এএসপি মিডিয়া অফিসার জোনাঈদ আফ্রাদ আজ বৃহস্পতিবার জানান, র‌্যাব-১৪ এর ব্যাটালিয়ন সদর এর একটি আভিযানিক দল ,ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন বলাশপুর ৬ষ্ঠতলা বিল্ডিং সংলগ্ন আকন্দ বাড়ী মার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন“আল্লাহর দল”এর কতিপয় সদস্য একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠককালে ১ ডিসেম্বর বিকালে অভিযান চালায়। এসময় আকরাম হোসেন (২৭), সাং- বয়ড়া (বা.কৃ.বি.), কোতোয়ালী, ময়মনসিংহ, মোঃ জুয়েল মিয়া (৪৫), সাং- কালাইহাটি, মাকসুদুল হক রনি (২১), মানসুর উদ্দিন প্রহর (১৮), সর্বসাং-বত্রিশ বগাদিয়া, থানা- সদর, কিশোরগঞ্জদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের উগ্রবাদী বই, লিফলেট এ সংক্রান্ত কাগজপত্র, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন“আল্লাহর দল”এর ময়মনসিংহ অঞ্চলের সাথে সংশ্লিষ্ট। তারা নিয়মিত গোপন বৈঠকে মিলিত হতো, নতুন সদস্য সংগ্রহসহ সংগঠন পরিচালনার জন্য চাঁদা (ইয়ানত) উত্তোলন করতো। উগ্রবাদ কায়েম করার লক্ষ্যে তারা দেশের বিভিন্ন অঞ্চলে নাশকতা করার পরিকল্পনা করছিল।
উপর্যুক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।