মতিউল আলম,, বাজারের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে নেত্রকোনা সদর থানার চাঞ্চল্যকর জসীম হত্যা মামলার দীর্ঘ ১৩ বছর পালিয়ে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরশাদুল হক বাদশা (৪৫) কে গাজীপুরের কোনাবাড়ি এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
গত ১৬ অক্টোবর ২০২২ বিকালে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আরশাদুল হক বাদশা (৪৫), গ্রেফতার করতে সক্ষম হয়। সে নেত্রকোনা সদরের কচুডোয়ারী ( চরপাড়া), আসকর আলী ফকিরের পুত্র।
উল্লেখ্য, ২০০৫ সালে নেত্রকোনা সদর উপজেলার শিমুলকান্দি বাজারের ইজারা নিয়ে প্রতিপক্ষ ভিকটিম একই গ্রামের আবদুল আজিজের পুত্র জসীম উদ্দিন ( ২০)কে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নেত্রকোনা সদর থানায় আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে এই মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আসামি বাদশার এর বিরুদ্ধে দণ্ডবিধি ৩০২/৩৪ ধারার অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত বর্ণিত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। ঘটনার পর হতে গ্রেফতারকৃত আসামি বাদশা দীর্ঘ ১৩ বছর যাবত দেশে বিভিন্ন জায়গায় নিজের পরিচয় গোপন করে গাঁ ঢাকা দিয়ে ছদ্মবেশে পালিয়ে ছিল। সর্বশেষ সে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় একটি গার্মেন্টসে কাজ করতো। উক্ত আসামীকে র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ এর একটি টিম বিশেষ গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গাজীপুরের কোনাবাড়ী এলাকা হতে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে নেত্রকোনা সদর থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।###