বিএমটিভি নিউজ ডেস্কঃ
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স মাহমুদা পারুলের মৃত্যু হয়েছে। সিনিয়র স্টাফ নার্স পারুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিল। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তিনি জেলার হালুয়াঘাট উপজেলার বাসিন্দা। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালে উপপরিচালক জাকিউল ইসলাম।