সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে -সৈয়দ এমরান সালেহ প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বিএনপির গণসমাবেশে প্রতিবন্ধকতা তৈরি করতে যেয়ে সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে উল্লেখ করে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন , বিভাগকে বিচ্ছিন্ন,অবরুদ্ধ করেও সরকার গণসমাবেশে জনস্রোত ঠেকাতে পারছে না। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের মুখেও জনগণ ও বিএনপি নেতাকর্মীদের দৃঢ়তায় একের পর এক জন অভ্যূত্থান ঘটছে,সরকারের সব কূটকৌশল ব্যর্থ করে জনগণ সরকারকে পরাজিত করে কর্মসূচি মহা সফল করছে। জনগণ সরকারকে হলুদ কার্ড নামিয়ে লাল কার্ড দেখাতে শুরু করেছে ।
এমরান সালেহ প্রিন্স আজ ২২ অক্টোবর ,শনিবার, সন্ধ্যায় গৌরীপুর সরকারী কলেজ হোস্টেল মাঠে ময়নসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । ময়মনসিংহ উত্তর জেলার অন্তর্গত উপজেলা ও পৌর বিএনপি পুনর্গঠনের লক্ষ্যে ধারাবাহিকভাবে সংশ্লিষ্ট ইউনিটে কর্মীসভা চলছে।কর্মী সমাবেশে ব্যাপক উপস্থিতিতে এক পর্যায়ে জনসমাবেশে পরিণত হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ,ওয়ারেস আলী মামুন ,বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, সাবেক এমপি শাহ নূরুল কবীর শাহীন ,সাবেক উপজেলা চেয়ারম্যান আহমেদ তাইয়্যেবুর রহমান হিরন, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড.নুরুল হক, জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, কামরুজ্জামান লিটন, লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু , ডা.মো: সেলিম, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আমিরুল ইসলাম ভূইয়া মনি, এ্যাড.আবদুস সোবহান সুলতান,এস এম দুলাল,সুজিত কুমার দাস,হাবিবুল ইসলাম খান শহীদ,কবীর মাহবুবুল আলম সরকার হারুন,আব্দুস সাত্তার ভূইয়া,
মোফাখখারুল ইসলাম জাহাঙ্গীর ,রুহুল আমিন খান, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, মহিলা দলের সভানেত্রী তানজিলা চৌধুরী লিলি, যুবদলের সাধারণ সম্পাদক রবিউল আলম বিপ্লব জাসাসের সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ বক্তব্য রাখেন ।

ওয়ারেস আলী মামুন বলেন, গণতন্ত্র হত্যা করে আওয়ামী লীগ জনগণের অধিকার কেড়ে নিয়েছে।অধিকার হারা জনগণকে হৃত অধিকার ফিরিয়ে দিতে বিএনপি আন্দোলন করছে। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার কায়েম করবে বিএনপি ।তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশ পরিচালনা ও জন সমস্যা নিরসনে চরম ভাবে ব্যর্থ ।দেশে আজ নিরব দুর্ভিক্ষ চলছে। মানুষের হাতে টাকা নাই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন বিপর্যস্ত ।