You must need to login..!
Description
গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে গতকাল সোমবার দিনভর আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকায় ফলে জনসাধারণ ঘর হতে বের হতে পারছেনা । ভোর হতে দিনভর বৃষ্টি ও হালকা ঝড়ের ফলে জনজীবন অচল হয়ে পড়েছে । সরকারি ও বেসরকারী অফিস, স্কুল, কলেজ ও মাদরাসা গুলোতে উপস্থিতি কম ছিল । বৃষ্টির সাথে সাথে ঠান্ডা হাওয়ার ফলে শীতের আমেজ শুরু হয়ে গেছে। উপজেলার প্রধান সাপ্তাহিক বিশাল বড় বাজার ছিল সোমবারের সালটিয়ার হাট । বৃষ্টির দরুন সোমবারের বাজারে ক্রেতা-বিক্রেতার নেই বললেই চলে । আবাহাওয়া খারাপ থাকার ফলে ব্যবসায়ীদের সংসারে ঘোর অন্ধকার নেমে এসেছে । গফরগাঁও নতুন বাজারের মনিহারির দোকান মোঃ স্বপন মিয়া জানান , ভাইরে সাপ্তাহিক সোমবারের বাজারে বেচা কেনা হয়নি । ফলে আর্থিক ভাবে চরম লসে পড়ে গেছি । অন্য দিকে ভোর হতে সোমবার রাত পর্যন্ত পিডিবি ও পল্লী বিদ্যুত উপজেলা সদর ও গ্রাম এলাকায় নেই বললেই চলে। এতে করে সকল ধরনের ব্যবসা-বাণিজ্য নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসময়ের বৃষ্টির দরুন শীতকালীন শাকসবজি ও চলতি মৌসুমের আমন ধানের ক্ষতি হয়েছে বেশী। গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের চরমছলন্দ মুক্তিযোদ্ধা মোড়ের কৃষক মোঃ মুর্শিদ মিয়া জানান, ভাইরে অসময়ের বৃষ্টিরদরুন আমার শীতকালিন শাকসবজির ফসল সর্ম্পুণ ভাবে নষ্ট হয়ে গেছে ।