বাকিংহাম রাজপ্রাসাদে পৌঁছেছেন ঋষি সুনাক
October 25, 2022
77
No Comments
You must need to login..!
বিএমটিভি নিউজ ডেস্কঃ বাকিংহাম রাজপ্রাসাদে পৌঁছেছেন কনজার্ভেটিভ দলের নতুন নেতা ঋষি সুনাক। সঙ্গে তার স্ত্রী অক্ষতা মূর্তি রয়েছেন । এর কিছুক্ষণ আগে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেন বিদায়ী প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তার পদত্যাগপত্র গ্রহণ করেই রাজা চার্লস আমন্ত্রণ জানান ঋষি সুনাককে। তার আমন্ত্রণে কিছুক্ষণ আগে বাকিংহাম রাজপ্রাসাদে প্রবেশ করেন ঋষি সুনাক। সেখানে রাজার সঙ্গে সাক্ষাতে তিনি জানাবেন নতুন সরকার গঠনের জন্য তার সংখ্যাগরিষ্ঠ এমপির সমর্থন আছে। রাজা তাকে অনুমোদন দিলে তিনি হবেন বৃটেনের নতুন প্রধানমন্ত্রী। তাদের এই সাক্ষাৎ হচ্ছে রাজপ্রাসাদের ১৮৪৪ নম্বর কক্ষে।