আঃ খালেক পিভিএম,পাবনাঃ উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের সিনিয়র উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ জাহাঙ্গির আলম খানের নেতৃত্বে কৈশোর ক্লাব গঠনের উদ্দোগে“মেধা ও মননে সুন্দর আগামী”প্রতিপাদ্যকে সামনে রেখে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফের সহযোগীতায় ও টিএমএসএস কৈশোর কর্মসূচির আওতায় আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।২৭ অক্টোবর নাটোর জেলার সদর উপজেলার,নাটোর সদর পৌর,দিঘাপাতিয়া ইউনিয়ন ও গুরুদাসপুর উপজেলায় কিশোরী ক্লাব গঠন ও মেন্টর সংগ্রহ সঠিক নিয়মে হচ্ছে কি না তা যাচাই বাছাই করা হয়।উপজেলার বিভিন্ন এলাকায় কিশোরী ক্লাব গঠন করেন টিএমএসএসের কৈশোর কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ মেহেদী হাসান।তিনি বিভিন্ন এলাকার কিশোর ও অভিভাবকদের উদ্দেশ্যে কিশোরীদের মানসিক উন্নয়ন ও তাদের বিভিন্ন সমস্যা বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা করা হয়।এ সময় টিএমএসএসের কৈশোর কর্মসূচির সিনিয়র প্রোগ্রামার মোঃ জাহাঙ্গির আলম খান,উপজেলা প্রোগ্রাম অফিসার সেখ সাদিয়া খাতুন,কিশোরী মোছাঃ জয়তুন খাতুন ও কিশোর মোঃ আঃ হামিদ প্রমুখ বক্তব্য দেন।অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কিশোর,কিশোরী,গণ্যমান্য ব্যক্তিবর্গ,এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।