কুমিল্লা চাঁদপুর ও পিরোজপুর জেলায় টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন

কুমিল্লা চাঁদপুর ও পিরোজপুর জেলায় টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনাঃ  উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের কুমিল্লা,  চাঁদপুর ও পিরোজপুর জেলায় টিএমএসএসের ৩ টি  নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

টিএমএসএসের অপারেশন-৮ বরিশাল ডোমেইনের, বরিশাল জোনের আওতাধীন বরিশাল অঞ্চলের পিরোজপুর সদরের মাছিমপুর ধোপাপাড়া রোডস্থ নতুন শাখা ৩০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।টিএমএসএসের ধোপাপাড়া নতুন শাখা প্রধান সঞ্জিব চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধোপাপাড়া নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-৮ বরিশাল ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম সরকার ও বরিশাল সদর থানার ওসি তদন্ত মোঃ সোলায়মান হোসেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএসের বরিশাল জোন প্রধান মোঃ ওয়াহিদুজ্জামান বাবুল ও বরিশাল এরিয়া প্রধান মোঃ জয়নাল আবেদীন।প্রধান অতিথি বলেন টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বে-সরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে ভূমিহীন, দরিদ্রহীন ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী অত্যন্ত সফলতার সাথে বাস্তবায়িত হচ্ছে।এরই ধারাবাহিকতায় নতুন শাখা উদ্বোধনের মাধ্যমে এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়িত হবে।তিনি কর্মকর্তাদের এ শাখার কর্ম এলাকায় বিভন্ন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম পরিচালনা করার প্রতি আহবান জানান।তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।এ এলাকায় টিএমএসএসের শাখা উদ্বোধন করায় টিএমএসএস কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।বিশেষ অতিথি ওসি তদন্ত কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের বরিশাল ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম সরকার কর্মকর্তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।এ সময় তিনি নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের-৭ জন নতুন সদস্যদের মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।

চাঁদপুর জেলায় টিএমএসএসের শাখা উদ্বোধন
দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,চাঁদপুর জোনের আওতাধীন মতলব অঞ্চলের মতলব উপজেলার কালির বাজার নতুন শাখা ৩০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।টিএমএসএসের কালির বাজার নতুন শাখার প্রধান মোঃ সুমন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কালির বাজার নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,সহকারী ডোমেইন প্রধান মোঃ মীর মতিয়ার রহমান ও চাঁদপুর জোন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।প্রধান অতিথি ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,এ নতুন শাখার কর্ম এলাকায় বিভন্ন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম পরিচালনা করবেন।তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি বলেন অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের চাঁদপুর এরিয়া প্রধান পরিতোষ কুমার রায় উপস্থিত ছিলেন।নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের কুমিল্লা ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।এ সময় তিনি নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান। নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের-৭ জন নতুন সদস্যদের মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।

কুমিল্লা  জেলায় টিএমএসএসের শাখা উদ্বোধন

জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,কুমিল্লা পশ্চিম জোনের আওতাধীন বাঞ্ছারামপুর অঞ্চলের অর্ন্তগত মুরাদনগর উপজেলার শ্রীকাইল নতুন শাখার ৩০ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

টিএমএসএসের শ্রীকাইল নতুন শাখার প্রধান মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শ্রীকাইল নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করে দিক নির্দেশনা বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের শ্রীকাইল শাখার ব্যবস্থাপক মোঃ লুৎফর রহমান,সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের,সহকারী ডোমেইন প্রধান মোঃ মীর মতিয়ার রহমান ও পশ্চিম জোন প্রধান মোঃ আতাউর রহমান প্রমুখ।

প্রধান অতিথি ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,এ শাখার কর্ম এলাকায় নতুন,নতুন প্রকল্প চিহ্নিত করে কার্যক্রম পরিচালনা করবেন।তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি বলেন অপার সম্ভাবনাময় এ এলাকায় টিএমএসএসের কার্যক্রময়ে দ্রুত গতিশীল আনতে কর্মকর্তাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।তিনি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।শাখা উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের কুমিল্লা পশ্চিম বাঞ্ছারামপুর এরিয়া প্রধান মন্ডল মৃত্যুঞ্জয় ও শ্রীকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।এ নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশন-১০ কুমিল্লা ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম কর্মকর্তাদের বর্তমান যুগের বাস্তব অবস্থার সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করে নিজেদের প্রস্তুত করে গড়ে তোলার আহবান জানান।

এ সময় ডোমেইন প্রধান,নতুন বছরের বার্ষিক কর্মসূচী যথাযথ পালন করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।শ্রীকাইল নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিএমএসএসের নবাগত সদস্যবৃন্দ, এনজিও কর্মী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের-১০ জন নতুন সদস্যদের মধ্যে ৬ লক্ষ ৮০ হাজার টাকা বিনিয়োগের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে নতুন শাখার কার্যক্রম শুরু হয়।