গৌরীপুরে জমি নিয়ে বিরোধে মহিলা খুন

গৌরীপুরে জমি নিয়ে বিরোধে মহিলা খুন

BMTV Desk No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ গৌরীপুরের সিধলা ইউনিয়নে শনিবার (৫ ডিসেম্বর) সকালে জমিসংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত গৃহিণী পারুল আক্তার (৫০) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় আরো ৫ জন গুরুতর আহত হন। নিহত পারুল সিধলা গ্রামের আব্দুল আজিজের স্ত্রী বলে পুলিশ জানায় । সূত্রে জানা যায়, আব্দুল আজিজ ও আব্দুল মোতালেব সম্পর্কে চাচাতো ভাই। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল । ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে । এ সময় আজিজের স্ত্রী পারুল আক্তার ফেরাতে এলে প্রতিপক্ষের আঘাতে সে মারাত্বক আহত হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল মোতালেবসহ ৬ জনকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন।