পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে মায়ের হাত থেকে মেয়েকে অপহরণ, আটক ২

image

You must need to login..!

Description

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি   ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পরিক্ষা শেষে বাড়ি ফেরার পথে মায়ের কাছ থেকে এক স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ২ জনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। আটককৃতদের সোমবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী তার এসএসসি টেস্ট পরিক্ষা শেষে মায়ের সঙ্গে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক মিলে রাস্তা থেকে ওই শিক্ষার্থীর মায়ের কাছ থেকে মেয়েকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এঅবস্থায় উপজেলার সাহেবনগর এলাকায় গিয়ে সিএনজি গাড়িটি নষ্ট হয়ে যায়। এসময় মেয়ের আত্ম চিৎকারে স্থানীয়রা গাড়িটির কাছে এসে তাকে উদ্ধার করে এবং অপহরণে জড়িত দুই জনকে আটক করে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো পার্শবর্তী গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রিয়াদ, একই গ্রামের শাহজাহানের ছেলে সোহেল মিয়া।

এঘটনায় রবিবার রাতে স্কুল ছাত্রীর মা বাদী হয়ে অপহরণকারী হৃদয় শাহীন, আশিকুর রহমান, রিয়াদ মিয়া, সোহেল হাসানকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, এঘটনায় মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে জড়িত ২জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। আটককৃতদের সোমবার কোর্টে পেরণ করা হয়েছে।