ফুলবাড়ীয়ায় কলেজ শিক্ষার্থী মামুন হাসান খুনের বিচারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীয়ায় কলেজ শিক্ষার্থী মামুন হাসান খুনের বিচারের দাবিতে মানববন্ধন

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার হোরবাড়ীতে তিতুমীর কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী মামুন হাসানকে খুনের ঘটনায় সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মানববন্ধনে মামুনের সহপাঠিরাও অংশগ্রহণ করে। উপজেলার আছিম বাজারের ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, মামুন ছিল মেধাবী শিক্ষার্থী। মামুনকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করলেও হবে না। এ ঘটনা যাদের জন্য ঘটেছে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। মামুনের খুনের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য গোলাম ফারুক, নিহত মামুনের বড় ভাই আসাদুজ্জামান, আ. মোতালিব, সাইদুল ইসলাম, মফিজ উদ্দিন, স্বেচ্ছায় রক্তদান সংস্থা লিবারেল ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনের শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ, আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আছিম আইডিয়াল উচ্চ বিদ্যালয়, আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়, তালিমুল মিল্লাত দাখিল মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গত শনিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মামুনকে হোরবাড়ী গ্রামে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।