ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস পালিত

ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস পালিত

BMTV Desk No Comments

ফুলবাড়ীয়া প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা ও ঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের ব্যস্ততম সড়কগুলো প্রদক্ষিণ করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এড. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠনের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য প্রভাষক ফারজানা শারমিন বিউটি, উপজেলা প.প. কর্মকর্তা আতিকুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুর মোহাম্মদ, মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ আকন্দ দুদু প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন- সহকারী যুব উন্নয়ন অফিসার স্বপন চন্দ্র রায়।