ময়মনসিংহে  ৭ জন জুয়ারী ও ২ জন আন্তঃজেলা ডাকাত  গ্রেফতার

image

You must need to login..!

Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহে  ৭ জন জুয়ারী ও ২ জন  আন্তঃজেলা ডাকাতকে  গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ । ডিবি ওসি শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) জানান পুলিশ সুপারের নির্দেশে এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার সংগীয় অফিসার ফোর্সসহ  শনিবার রাতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরদুলালবাড়ী সাকিনস্থ জনৈক মোঃ শামছুল(৪৮) এর বসত বাড়ীর উঠানে ওয়ানটেন জুয়া খেলা অবস্থায় জুয়ারী  বিনোদ চন্দ্র দাস(৪৫),  সাং-মৌজাটি,  আলাল উদ্দিন(৪৫) , সাং-বড় হিস্যা বাজার (কলেজ রোড), এসএম মোর্শেদ আলী (৩৮), সাং-ঈশ্বরগ্রাম,  সুবল চন্দ্র দে(৪৮),  সাং-লক্ষীখলা,  নন্দ সাহা (৪২,) সাং-আটানী বাজার, me© থানা-মুক্তাগাছা,  মোঃ আশিক মাহমুদ(২০),  সাং-চরদুলাল বাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, রবিউল ইসলাম (৩২),  সাং-মির্জাপুর কামারপাড়া, থানা-গোপালপুর, জেলা-টাংগাইলদেরকে গ্রেফতার করে। এসময় আসামীদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি  (০১) একটি কাঠের ওয়ানটেন বোর্ড যাহার দৈর্ঘ্য  ও প্রস্হ (৩০ ইন্ঞ্চি×২৪ ইন্ঞ্চি),  ওয়ান টেন খেলার পিন ০৬(ছয়)টি , সর্বমোট নগদ ১৬,৫০০/-(ষোল হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়।  এই সংক্রান্তে এস.আই(নিঃ) পরিমল চন্দ্র সরকার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় এজাহার দায়ের করেন।  অদ্য আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

চেষ্টা করলেই সফল হওয়া যায়। দীর্ঘ ১৫ মাস পূর্বের ডাকাতির মামলা আজ উদঘাটিত হলো। ভালুকা থানাধীন চানপুর বাজারে গত ০৪/০৯/২০১৯ ইং তারিখ ০৪ টি দোকানে ডাকাতি সংঘটিত হয়। যার কোন ক্লু পাওয়া যাচ্ছিল না। ডিবির তদন্তকারী এস.আই(নি:) সহিদুল ইসলামের ঐকান্তিক চেষ্টায় আজ সফলতা এলো মামলাটির।  ঘটনায় জড়িত ডাকাত   মোঃ হেলাল উদ্দিন(৪২), পিতা-মৃত আবু হানিফ, মাতা-মৃত হালিমা, সাং-খড়বোনা (পঞ্চবটি), থানা-বোয়ালিয়া, জেলা-রাজশাহী, এ/পি-সাং-জাগির দিঘুলিয়া বাজার (শ্বশুড় আছালদ বেপারী এর বাড়ী), থানা-মানিকগঞ্জ, জেলা-মানিকগঞ্জ,  শ্রী আনন্দ চন্দ্র দাস @ সেলিম(২৯), পিতা-শ্রী সূয্য চন্দ্র দাস, মাতা-ছায়া রানী দাস, সাং-কুড়িবাড়ী, থানা-মধুপুর, জেলা-টাঙ্গাইলদ্বয়কে  মানিকগঞ্জ ও গাজীপুর জেলার কোনাবাড়ি হতে গ্রেফতার করা হয়।  ডাকাত মোঃ হেলাল উদ্দিন(৪২) এর বিরুদ্ধে ০৩ টি ডাকাতি মামলা এবং ডাকাত শ্রী আনন্দ চন্দ্র দাস @ সেলিম(২৯) এর বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র, চুরি, বিষ্ফোরক সহ মোট ১৫ টি মামলার আসামী। একজন ডাকাত বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার