You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম, পাবনাঃ উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার ঠেঙ্গামরা টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাস মাঠে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ১লা নভেম্বর অনুষ্ঠিত।উক্ত ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান।তিনি বলেন মানুষের যেমন শরীরের পুষ্টি ও বৃদ্ধির জন্য খাদ্যের প্রয়োজন। তেননি মানুষের মনের খাদ্য ও পুষ্টির জন্য খেলাধুলার প্রয়োজন।পড়া লেখার পাশাপাশি স্বাভাবিক ভাবে খেলাধুলা করা দরকার।তিনি আরো বলেন,আজকাল দেখা যায় ক্রিকেট খেলা নিয়ে বাচ্চারা বেশী মাতামাতি করছে।তিনি এ ব্যাপারে অভিভাবকদের সচেতন থাকার প্রতি আহবান জানান।পড়াশোনার পাশাপাশি তিনি স্বাভাবিক খেলা ধুলা চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থী ও ক্রিকেট খেলোয়ারদের প্রতি পরামর্শ দেন। বগুড়ায় টিএমএসএসের ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট ক্যাম্পাসে ক্রিকেট টুর্নামেন্ট-২০২২” ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপযুক্ত কথা গুলি বলেন।তিনি বিজয়ী দলকে নগদ ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ৫ হাজার টাকা পুরস্কারসহ ট্রফি তুলে দেন। এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,মেডিক্যাল কলেজের স্টাফ ও কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শত শত ক্রিকেট প্রেমী দর্শক,স্থানীয় বিভিন্ন খেলোয়াড়বৃন্দ,বহু দর্শক,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।