ঢাকায় শিল্পকলা একাডেমিতে ৭ই মার্চের মহাকাব্য বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএ,পাবনা।ঢাকায় ৩০ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনাড়ম্বর ও জাঁকজমকপূর্ণভাবে বহুমুখী শিল্পস্রষ্টা   ড. খান আসাদুজ্জামান রচিত “ঐতিহাসিক ৭ই মার্চের মহাকাব্য” বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা.মো.এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর-৩, সংসদ সদস্য জনাব মো.আয়েন উদ্দিন এমপি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সদস্য ( মুসক নিরীক্ষা) জাতীয় রাজস্ব বোর্ড ড.মো.সহিদুল ইসলাম, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সভাপতি, চিকিৎসক, গবেষক ও সমাজকর্মী প্রফেসর ড.উত্তম কুমার বড়ুয়া,নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান,সুইফ্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব সেলিনা চৌধুরী, এটুপি গ্রুপ ও স্ট্যান্ডিং কমিটি অব ইমপোর্ট এফবিসিসিআই-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ খোরশেদ আলম। সভায় সভাপতিত্ব করেন সফেন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান,বাংলাদেশ পুলিশের অতি. ডিআইজি (অব.) ও বাডাসের পরিচালক (প্রকল্প ও উন্নয়ন) বীর মুক্তিযোদ্ধা মো.গোলাম কিবরিয়া ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন সফেনের প্রতিষ্ঠাতা,আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলি বাংলাদেশ ডায়েরির সম্পাদক বহুমুখী শিল্পস্রষ্টা ড.খান আসাদুজ্জামান পিভিএমএস।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব খালেদ মোশাররফ চৌধুরী রানা এবং টিভি উপস্থাপক ও কণ্ঠশিল্পী শারমিন সুমি।এছাড়াও সফেন পরিবারের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার