You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা :দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের খুলনা ডোমেইনের অধীন,সাতক্ষীরা জোনের আওতাধীন,সাতক্ষীরা অঞ্চলের,সাতক্ষীরা শাখার সদস্য মোঃ জামাল হোসেনের মৃত্যু পরবর্তী বীমার টাকা ফেরত প্রদান অনুষ্ঠান ৩ নভেম্বর সাতক্ষীরা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা শাখার,শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও মৃত্যু পরবর্তী বিমার টাকা ফেরত প্রদান করেন টিএমএসএসের সাতক্ষীরা জোন প্রধান মোঃ আক্তারুজ্জামান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সাতক্ষীরা এরিয়া প্রধান মোঃ রাজা চৌধুরী,পাইকগাছা এরিয়া প্রধান মোঃ ইকবাল হোসেন,কালিগঞ্জ এরিয়া প্রধান মোঃ রাসেল হাসান ও নাভারন এরিয়া প্রধান মোঃ মিজানুর রহমান।প্রধান অতিথি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় কার্যক্রম জোরদার করনের আহবান জানান।এ সময় কর্মকর্তা ও উপকার ভোগী সদস্যদের মধ্যে ঋণ বিতরণ,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে প্রয়োগ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের কে ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়।খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।সদস্যদের ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয় ও আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানানো হয়।অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএস সাতক্ষীরা জোন,এরিয়া ও শাখার মাঠ কর্মী উপস্থিত ছিলেন।টিএমএসএসের সাতক্ষীরা অঞ্চলের,সাতক্ষীরা শাখার সদস্য মোঃ জামাল হোসেনের মৃত্যু পরবর্তী দাবীকৃত বীমার ৩৬ হাজার ৪ শত টাকা তার স্ত্রী মোছাঃ শিরিন সুলতানা কে ফেরত প্রদান করা হয়।অর্থাৎ তার সম্পূর্ণ ঋণ মওকুফ করা হয়।অনুষ্ঠানে টিএমএসএসের সুবিধা ভোগী সদস্য,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,এনজিও কর্মী,স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।