You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের দায়ে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি প্রতিরোধ, আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ অপরাধীদের গ্রেফতারে নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
এর মাঝে এসআই শাহ মিনহাজ উদ্দিনের নেতৃত্বে একটি টীম আকুয়া ভাঙ্গাপুল থেকে মাদক ব্রবসায়ী মোঃ সজল ওরফে পটলা, মোঃ আজহার, মোঃ অন্তর, মোঃ জহিরুল, ফয়সাল আহম্মেদ রাজু, বাবু ও ফাহিম আহম্মেদ সোহানকে ২৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম কৃষ্টপুর থেকে মাদক ব্যবসায়ী মোঃ অন্তর, মোঃ আলামিন হোসেন বাবু, হানিফ, মোঃ তপুকে ৫২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। এসআই মুহাম্মদ জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টীম ব্রাহ্মপল্লী এলাকা থেকে চুরি মামলায়র আসামী মোঃ খলিল ও মোঃ শাকিব, এসআই ফারুক আহম্মেদ ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম কাঠগোলা বাজার এলাকা থেকে চুরি মামলার আসামী শিপন মিয়া, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ সংলগ্ন জয় বাংলা চত্বর থেকে মাদক ব্যবসায়ী শ্রী চন্দন ঋষিকে ৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার করে।
এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম শম্ভুগঞ্জ মোড় থেকে নিয়মিত মামলার আসামী মোঃ শরিফুল ইসলাম, এসআই ফারুক আহম্মেদ, ১নং ফাড়ির নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় এলাকা থেকে বিষ্ফোরক মামলার আসামী মোঃ মফিজুল হক মজি, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম ধর্ষন মামলার আসামী মোঃ রুবেল মিয়া, এসআই উত্তম কুমার দাসের নেতৃত্বে একটি টীম নিয়মিত মামলার আসামী মোঃ আব্দুল জলিল, এএসআই গোলাম ফারুক আহম্মেদ, চরপাড়া নয়াপাড়া থেকে মামলার আসামী মোঃ শাকিব, মোঃ মিজানুর রহমান সিরাত ও মোঃ কবির হোসেনকে গ্রেফতার করে।
এছাড়াও এএসআই আব্দুস ছাত্তার, এএসআই মাহমুদুল হাসান, এসআই টিটু সরকার, সোহেল রানা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত সহ চারজনকে গ্রেফতার করে। তারা হলো, দেলোয়ার হোসেন, মোঃ জাবেদ হোসেন, মোঃ কলি, শামীম, জোবেদা খানম শিল্পী ও মোঃ গোলাম হোসেন। গ্রেফতারকৃত আসামীদেরকে সোমবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানায়।