বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ৩০ বছর পূর্তিতে আগামী ১০ নভেম্বর ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক সম্মেলন

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ৩০ বছর পূর্তিতে আগামী ১০ নভেম্বর ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক সম্মেলন

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ৩০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টায় ময়মনসিংহ টাউন হল মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতি ফোরামের উদ্যোগে ময়মনসিংহ জেলার সাংস্কৃতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুছ সালেহীন, সাংস্কৃতিক বিষয়ক সচিব মোহাম্মদ আবুল মনসুর। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রাক্তণ উপাচার্য অধ্যাপক ড, আনোয়ারুল ইসলাম, বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ফোরামের ৩০ বছরের কার্ক্রম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরবেন ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী মুক্ত আলোচক হিসেবে থাকবেন ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম, হামিদ, আলোচক হিসেবে থাকবেন অধ্যাপক মইনুদ্দীন খালেদ, স্বাগত বক্তব্য রাখবেন ময়মনসিংহের সাংস্কৃতি ফোরাম, ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শাহাদাত হোসেন খান হিলু, আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র একরামূলক টিটু। জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড, মোয়াজ্জেম হোসেন বাবুল। এছাড়াও ঢাকা হতে আগত ও ময়মনসিংহ জেলা সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।  অনুষ্ঠান উদযাপন উপ কমিটির আহবায়ক মোঃ ফসিউল্লাহ, সদস্য সচিব ম খন্দকার মহিউদ্দিন আহমেদ রতন, ও ময়মনসিংহের সাংস্কৃতি ফোরাম, ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক  মফিজুন নুর খোকা  অনুষ্ঠান সফল করতে সংশ্লিষ্ট সকলকে আহবান  জানিয়েছেন।