ময়মনসিংহের ধোবাউড়ায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা   ময়মনসিংহ জেলার ধোবাউড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১০ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশন মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ রেঞ্জ কমান্ডার ড.সাইফুর রহমান বিভিএম,পিএমএস।সমাবেশে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট ড.মোস্তারী জাহান ফেরদৌস। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন ও অফিসার ইনচার্জ টিপু সুলতান।সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নৃপেন্দ্র চন্দ্র বর্মন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২ শতাধিক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার