You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির ইসলামিক স্টাডিজ বিভাগের বি.এ অনার্স প্রোগ্রামের শিক্ষার্থী মোছাঃ জান্নাতুল নাঈমা বিশেষ সাফল্য অর্জন করেছেন।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট এর অন্তর্ভুক্ত বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থ্যট কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী সা.উদযাপন উপলক্ষ্যে বই পড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।মদীনা আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আকরাম জিয়া আল-উমরী রচিত Madinan Society at the Time of the Prophet গ্রন্থের সারসংক্ষেপ লেখা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মোছাঃ জান্নাতুল নাঈমা প্রথম স্থান অধিকার করেছে।উল্লেখ্য উক্ত বই পড়া প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। গত ১২ নভেম্বর বিআইআইটির ঢাকাস্থ প্রধান কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসাবে সার্টিফিকেট,বই ও নগদ অর্থ প্রদান করা হয়।জান্নাতুল নাঈমা এ বই পড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম স্থান অর্জন করায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক,আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাকে শুভেচ্ছা শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।