বিএমটিভি নিউজ ডেস্কঃ বাবাকে গাড়ির নিচে ফেলে মেরে ফেলার চেষ্টা ছেলে ও ছেলের বউয়ের ময়মনসিংহের ফুলপুরে মো. শাহাবুদ্দিন (৮০) নামের এক অসহায় বৃদ্ধ বাবাকে গাড়ির নিচে ফেলে মেরে ফেলার চেষ্টা করার অভিযোগ উঠেছে তার ছেলে ও ছেলের বউয়ের বিরুদ্ধে। সোমবার (৭ ডিসেম্বর) ভোররাতে ঢাকা শেরপুর মহাসড়কের উপজেলার সাহাপুর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছেলে রফিক ও তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়ে তাদের সংসার চলে। সোমবার ভোরে বৃদ্ধ বাবা শাহাব উদ্দিনকে নিয়ে তার ছেলে রফিক ও পুত্রবধূ নাসিমা বেগম বের হন। তারা ওই বৃদ্ধকে ঢাকা-শেরপুর মহাসড়কের কাছে নিয়ে আসেন। একপর্যায়ে তাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার উদ্দেশ্যে মহাসড়কের মাঝখানে রেখে আসার চেষ্ট করেন। এ সময় বৃদ্ধের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। পরে রাস্তার মাঝখানে তাকে ফেলে রেখে ছেলে ও তার বউ পালিয়ে যান। পরে মৌ আক্তার পলি নামের এক নারী পথচারী ৯৯৯ হেল্পলাইনে ফোন করেন। তার ফোন পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে এবং তাকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে ওই বৃদ্ধ সাহাবুদ্দিন ভাঙা ভাঙা গলায় বলেন, ‘প্রথমে গলায় দাও দিয়ে ফ্যাশ দিয়ে (গলায় দা ধরে) পরে রাস্তায় নিয়ে গাড়ির নিচে ফেলে তাকে আজ মেরে ফেলার চেষ্টা করেছিল ছেলে ও তার বউ।’ রফিকের স্ত্রী নাছিমা বলেন, ‘তারা সাধ্যমতো তার সেবা করছেন। তবে শ্বশুরের অত্যাচারে তারা অতিষ্ঠ। একটু ব্যতিক্রম হলেই তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন, প্রতিদিন বিছানা নষ্ট করে ফেলেন।’ সড়কে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে তিনি জানান, তার স্বামী রফিক রাগ করে এ ঘটনা ঘটাতে চেয়েছিলেন। সূত্র- জাগোনিউজ