বগুড়ায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক।ব্যাংকের বগুড়া অঞ্চল কর্তৃক আয়োজিত বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন ১৮ নভেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।বগুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক উল আলম।বিশেষ অতিথির বক্তব্য দেন উত্তর জনপদের তথা দেশের নারী জাগরণের পথিকৃৎ দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।অপর বিশেষ অতিথিরা হলেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক জেড এম হাফিজুর রহমান,আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বগুড়া জেলা কমান্ড্যান্ট শেখ ফিরোজ আহমেদ ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ শিব্বির আহমেদ।অত্যন্ত সৌহার্দ ও আড়ম্বরপূর্ণ ভাবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়।বগুড়ার আঞ্চলিক ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।কর্মশালায় ২০২১-২২ অর্থ বছরের ব্যাংকের মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি প্রনয়ন ও বাস্তবয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।আলোচনায় খেলাপি ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায়ের পাশাপাশি নতুন ঋণ বিতরনের সিদ্ধান্ত গৃহীত হয়।শেষে ২০২২ সালের শুদ্ধচার পুরস্কার গ্রহন করেন ব্যাংকের শাহনাজদপুর শাখার ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দীন। এ সময় ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী ও টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বগুড়া অঞ্চলের ১৭টি শাখার ব্যবস্থাপক ও সকল কর্মকর্তা কর্মশালায় অংশ নেয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার