নাটোরে টিম ওয়ার্ক পরবর্তি টিএমএসএসের কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত

নাটোরে টিম ওয়ার্ক পরবর্তি টিএমএসএসের কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত

BMTV Desk No Comments

উত্তরাঞ্চল প্রতিনিধি :  টিএমএসএসের অপারেশান-১১,নাটোর ডোমেইনের আওতাধীন নাটোর অঞ্চলের,নাটোর সদর ও বাসুদেবপুর শাখার কর্মকর্তাদের সাথে ঠেঙ্গামারা ইনফরমেশন ইনটেলিজেন্ট প্রতিনিধি আঃ খালেক খান এর সাথে ঋণী সদস্য ও আমানতকারীদের মধ্যে ঋন বিতরন,খেলাপি ও মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় শীর্ষক এক মতবিনিময় সভা গত ১৮ নভেম্বর টিএমএসএসের নাটোর সদর অঞ্চল অফিস কার্যালয়ে অনুষ্ঠত হয়।
টিএমএসএসের নাটোর-২ শাখার ব্যবস্থাপক মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট ( T.I.I.A ) প্রতিনিধি আব্দুল খালেক পিভিএম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের নাটোর সদর অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আতিকুর রহমান ও সমাজ সেবক মোঃ বাবুল আক্তার।প্রধান অতিথি কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানান।তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋণ আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র,ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন, সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেওয়ার জন্য তিনি কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলতে কর্মকর্তাদের পরামর্শ দেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাসুদেবপুর শাখা প্রধান মোঃ আবু সাইন আকন্দ,ফিল্ড সুপার ভাইজার শাপলা খাতুন,মোর্শেদা খাতুন,আকলিমা খাতুন,কার্নিজ ফাতিমা,আমিনুল হক,তাজুল ইসলাম,কিরন চন্দ্র,আশরাফুল ইসলাম,নাদিরা পারভীন ও মাহবুবর রহমান প্রমুখ।এর আগে টিএমএসএসের কর্মকর্তাদের সাথে আঃ খালেক খান টিম ওয়ার্ক কাজে অংশ নেয়।তিনি নাটোরের বিভিন্ন এলাকার টিএমএসএস সদস্যদের সাথে মতবিনিময় করে,খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়েও অংশ নেয়।নাটোর সদরের এলাকাগুলি হলো মল্লিক হাটি,তেবাড়িয়া,জংনি,চকবৈদ্যনাথ ও উত্তর বড়গাছা গ্রামের সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।