ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্তসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার চেষ্ঠা করে আসছে। এর অংশ হিসেবে শনিবার রাতে ৬ জনকে গ্রেফতার করে।

এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চামড়া গুদাম সাকিনস্থ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ সংলগ্ন জনৈক মোঃ শাহজাহান হোসেন এর চায়ের দোকানের সামনে হতে দস্যুতার চেষ্টার অপরাধে ১জন আসামী ঋত্বিক রায়(২০), পিতা-লিটন রায় , গ্রাম- সেহড়া ধোপখলা (ধোপাখোলা) , উপজেলা ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং ২জন আসামী পালি্যে যায়। আসামীর নিকট হতে একটি স্টীলের সুইচ গিয়ার চাকু, যার এক পাশ ধারালো, যাহা খোলা অবস্থায় লম্বা অনুমান ২৬ (ছাব্বিশ) সেন্টিমিটার ও বন্ধ অবস্থায় অনুমান ১৪ (চৌদ্দ) সেন্টিমিটার, স্টীলের বাটের এক পার্শ্বে খয়েরী রংয়ের কাঠ স্ক্রু দ্ধারা আটকানো, অপরপাশে একটি স্টীলের ক্লিপ সংযুক্ত উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) রাশেদুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চামড়া গুদাম সাকিনস্থ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ সংলগ্ন জনৈক আনিস হোসেন সুমন এর দোকানের সামনে হতে দস্যুতার চেষ্টার অপরাধে ০১জন আসামী তপু সরকার(১৯), পিতা-নৃপেন্দ্র সরকার ,স্থায়ী: গ্রাম- সেহড়া ধোপখলা (ধোপাখোলা) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং ০২জন আসামী পালিয়ে যায়। আসামীর নিকট হতে (১) একটি আকুয়া রংয়ের প্লাস্টিকের বাটযুক্ত ফোল্ডিং চাকু, যাহা খোলা অবস্থায় লম্বা অনুমান ১০.৫ (দশ দশমিক পাঁচ) সেন্টিমিটার, বন্ধ অবস্থায় অনুমান ৬ (ছয়) সেন্টিমিটার, চাকুটির একপাশ ধারালো অপর পাশে খাঁজ কাটা উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বেঅভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার নিয়মিত মামলার আসামী হিলিম উদ্দিন ওরফে হেলিম ওরফে হিলি(৩৮), পিতামৃতঃ গোলাপ হোসেন ওরফে গোলা, মাতামৃতঃআজিমননেছা, সাং-কন্দর্পপুর, থানা- কোতোয়ালী,-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার সানকিপাড়া রেলক্রসিং এলাকা হতে চুরি মামলার আসামী জোবায়েদ হোসেন(১৯), পিতামৃতঃ নুরুল ইসলাম ওরফে নুরুল্লাহ, সাং-সানকিপাড়া বাজার (ভাসমান), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর দেখানো মতে চোরাই মালামাল ৮টি কাঠের তৈরী ফোমযুক্ত চেয়ার, যাহার মূল্য অনুমান ৮,হাজার-টাকা, ৮টি প্লাষ্টিকের চেয়ার, মূল্য অনুমান ৬,হাজার-টাকা, ০১টি প্লাষ্টিকের রেক, মূল্য অনুমান ২ হাজার/-টাকা, ০১টি ট্রাঙ্ক যাহা চ্যাপ্টানো, মূল্য অনুমান আড়াই হাজার-টাকা, ষ্টীলের আলমারির ড্রয়ার যাহা চ্যাপ্টানো, মূল্য অনুমান ১২শত-টাকা উদ্ধার করা হয়।

ইহা ছাড়াও এএসআই(নিঃ) গোলাম ফারুক, ০৩নং ফাড়ি অভিযান চালিয়ে ০১টি সিআর সাজা গ্রেফতারী পরোয়ানা এবং এএসআই হুমায়ুন অভিযান চালিয়ে ০১টি জিআর বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানা মোঃ আরহান মিয়া(২০), সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় সোহাগ মিয়া গ্রেফতার করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার