আঃ খালেক পিভিএম, পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা কর্তৃক আয়োজিত আনসার-ভিডিপির বার্ষিক উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বিরামপুর উপজেলা আনসার ভিডিপি কাযালয় মাঠে ২০২২ সালের বার্ষিক সমাবেশ ২০ নভেম্বর অনুষ্ঠিত হয়।আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংগঠন,সদস্য ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ পিএএম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,প্রেস ক্লাবের সভাপতি মোঃ আকরাম হোসেন ও বিরামপুর আনসার ভিডিপি স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলী প্রমুখ।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কাটলা ইউনিয়নের দলনেতা মোঃ আজিজার রহমান ও পৌর ওয়ার্ড দলনেত্রী ও মোছাঃ রহিমা খাতুন।
আনসার ভিডিপি সংগঠনের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিরামপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ তাহেরা সুলতানা।সমাবেশে বিরামপুর উপজেলার সকল ইউনিয়ন দলনেতা,দলনেত্রী,সাধারণ সদস্য, নানা শ্রেণি পেশার মানুষ,বিভিন্ন কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার ২ শতাধিক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।সমাবেশে ভালো কাজের স্বীকৃতির জন্য বেশ কয়েক জন সদস্যদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।