You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) থেকে সংবাদদাতাঃ গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নে আমন ধান কাটা ধুম পড়েছে । তবে সর্বত্র কৃষি শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ফলে ধান কাটতে হিমসিম খেতে হচ্ছে । অন্যান্য বারের তুলনায় এ বার আমন ফলন ভাল হয়ে থাকলে ও ধানের দর এবারে বেশী হয়েছে বলে কৃষকের মুখে হাসি ফুটেছে । নিয়মিত বৃষ্টি না হওয়ার সেচ দিয়ে আমনের চাষ করা হয়েছে । তার পরে ও কৃষি শ্রমিকের মূল্য খুবই চড়া । দৈনিক তিন,বেলা খাবার দিয়ে ও ৫শত টাকা থেকে ৫শত৫০ টাকা দিয়ে শ্রমিক পাওয়া যাচ্ছে না । ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে । এতে করে নিধারিত সময়ে ধান কেটে ঘরে এনে পুনরায় আবার বোরোর জন্য প্রস্তুতি নিতে হবে । এখন পরো দমে ধান কাটার মৌসুম চলছে । এখন কৃষকরা ব্যস্ত সময় পাড় করছে। উপজেলা কৃষি অফিসার নুর মোহাম্মদ জানান ,চলতি মৌসুমে আমন আবাদ হয়েছে ২২হাজার ৬শত ৩৫হেক্টর । এতে করে ৭০হাজার মেঃ টন চাল উৎপাদন হতে বলে ধারনা করা হচ্ছে। বিশেষ করে বোরো আবাদ রোপনের জন্য কৃষকরা এখন পরোদমে ব্যস্ত হয়ে উঠেছে আমন ধান কাটার জন্য । ধান ঘরে তোলা নিয়ে কৃষককুল ব্যস্ত হয়ে পড়েছে । বিভিন্ন হাট বাজারে নতুন ধান উঠলে ও বেচা কেনা খুবই কম ।চিকন ধান প্রতিমণ সাড়ে ১৫শত টাকা থেকে ১৫শত টাকা দরে বিক্রি হচ্ছে । মোটা ধান প্রতিমণ ১৪শত ৩০টাকা থেকে ১৪শত ৫০ দরে বিক্রি হচ্ছে । ৩নং চরআলগী ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড়ের চরমছলন্দ গ্রামের কৃষক মোঃ মুর্শেদ জানান,গত বারের চেয়ে এবারে আমন ধান ভাল হয়েছে । কিন্তুু এবারের ধানের দাম বৃদ্ধি পেয়েছে । বিগত বছরের তুলনায় এবারে বৃষ্টি কম হওয়ার দরুন কৃষকদেরকে সেচ দিয়ে পানি দিতে হয়েছে । পিডিবির আওতাধীন এলাকা গুলোতে বিদ্যুতের সরবরাহ ভাল ছিল । অন্য পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রাম গুলোতে নজিরবিহীন লোড শেডিংয়ের ফলে আমন ক্ষেতে চাহিদা মোতাবেক সেচ দিয়ে পানি দেয়ার বিঘ্র ঘটছে । গফরগাঁও পিডিবির নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন জানান , আমন মৌসুমের শুরুতে আমরা সেচের জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার ফলে সেচ ফসলের জন্য নিয়মিত বিদ্যুৎ দিতে পেরেছি । চলতি আমন মৌসুমে কৃষকরা ইউরিয়াসহ বিভিন্ন সার বেশী দামে কিনে দিয়ে ছিল । তার পরে আবার বেশী দামে মজুরী দিয়ে ধান রোপন সহ বিভিন্ন ধরনের পরিচর্চা করা হয়। বিভিন্ন এলাকা সরে জমিনে ঘুরে দেখা গেছে যে ,কৃষি শ্রমিকের অভাবে ধান কাটা যাচ্ছে না । শ্রমিকের অভাবের কারণ হচ্ছে যে,অনেকেই রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে র্কমস্থানে চলে গেছে ।আবার কেউ কেউ বিদেশে চলে গেছে । এক সময়ে গফরগাঁও রেল স্টেশনে বিভিন্ন স্থান থেকে শত শত শ্রমিক আসতো কৃষি কাজ করার জন্য । কিন্তুু ভাগ্য নির্মম পরিহাস যে ,কালের বিবর্তনের সে দৃশ্য এখন আর চোখে পড়েনা ।দিন বদল পালার সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে । গফরগাঁও উপজেলা সদরের মধ্য বাজারের বিশিষ্ট মোবাইল ব্যবসায়ী শাহরিয়া আহমেদ জনি জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবারে আমন ধান বাম্পার ফলন হয়েছে । এর সফলতা বর্তমান আঃলীগ সরকারের । বিশেষ করে কৃষি উপকরনের দাম অনুকুলে রয়েছে ।