ফুলবাড়ীয়ায় তারেক রহমানের ৫৮তম জন্মদিন পালিত

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয়তাবাদী দল বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ নভেম্বর) উপজেলার কুশমাইল ইউনিয়ন বিএনপি’র আয়োজনে অস্থায়ী দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাবেক উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সহসভাপতি প্রভাষক শহিদুল হক এর সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সহসভাপতি ও বিএনপি’র নেতা শহিদুল ইসলাম, মোবারক আলী, হুমায়ুন ফরিদ, হেলাল উদ্দিন, যুবদল নেতা রফিকুল ইসলাম রানা, জালাল উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে জন্মদিনের কেক কাটা হয়। পরে দেশ জাতির মঙ্গল কামনাসহ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনায় বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।