লালমনিরহাটের হাতীবান্ধায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধায় বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা  লালমনিরহাট জেলায় বাংলাদেশ গ্রামীণ জল, স্যানিটেশন ও হাইজিন ফর হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রজেক্ট বাস্তবায়নকারী এনজিওদের উপজেলা সমন্বয় সভা (UCC) অনুষ্ঠিত হয়েছে হাতীবান্ধা উপজেলায়।ওয়াল্ড ব্যাংক ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর অর্থায়নে বাংলাদেশ সরকারের সহায়তায় পিকেএসএফ ও এর সহযোগিতা সংস্থাগুলো ২১ নভেম্বর টিএমএসএস এর আয়োজনে হাতীবান্ধা উপজেলার টিএমএসএস হাতীবান্ধা-২ শাখা কার্যালয়ে বিডি রুরাল ওয়াশ ফর এইচসিডি প্রকল্পের ইউসিসি সভা অনুষ্ঠিত হয়। টিএমএসএস এর যুগ্ম পরিচালক ও প্রকল্পের ফোকাল পারসন মোঃ কামরুজ্জামান খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রকল্পের লক্ষ্য,উদ্দেশ্য ও বিভিন্ন দিক নিদর্শনা প্রদান করেন পিকেএসএফের ব্যবস্থাপক কার্যক্রম মোঃ রোকনুজ্জামান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিকেএসএফের কনসালটেন্ট মোঃ মিজানুর রহমান।প্রধান অতিথি প্রকল্প বাস্তবায়ন ও এর অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।তিনি সঠিক পদ্ধতি অবলম্বন করে কার্য পরিচালনার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।সভাপতি মোঃ কামরুজ্জামান খান বলেন এসডিজি-৬ অর্জনের লক্ষে সবার জন্য নিরাপদ সেনিটেশন ব্যবস্থা জরুরি।তিনি বলেন এ সেনিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রকল্পটি পরিচালিত হয়।তিনি এ প্রকল্পের নির্ধারিত ডিজাইন মোতাবেক কার্য বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন।সভায় অন্যদের মধ্যে টিএমএসএসের লালমনিরহাট জোন প্রধান মোঃ মঈনুল ইসলাম,এরিয়া প্রধান মোঃ গোলাম আজাদ ও শাখা ম্যানেজার মোঃ মাহাবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।টিএমএসএসের আয়োজনে সমন্বয় সভায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এ প্রকল্পের আওতায় টিএমএসএসের কাজের অগ্রগতিতে পিকেএসএফ প্রতিনিধিগন সন্তোষ প্রকাশ করেন।অন্য এনজিও থেকে বিডি পল্লী ওয়াস প্রকল্পে টিএমএসএস সেরা অর্জন করায় পিকেএসএফ এর পক্ষ থেকে শাখা প্রধানকে পুরস্কৃত করা হয়।এ সময় হাতীবান্ধা উপজেলায় BD ওয়াশ প্রকল্প বাস্তবায়নকারী টিএমএসএস,PODI and RDRS বাংলাদেশ প্রাতিষ্ঠানের ব্রাঞ্চ,এরিয়া ও জোনাল ম্যানেজারগন উপস্থিত ছিলেন।