গফরগাঁওয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

গফরগাঁওয়ে কৃষকের রহস্যজনক মৃত্যু

BMTV Desk No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ
গফরগাঁও উপজেলার জমি মালিকের সঙ্গে ঝগড়া বিবাধে মোঃ ইসু মিয়া (৫১) নামে বকে বর্গা চাষীর রহস্যজনক মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার সকালে উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের কালাইপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে ,পার্শ্ববর্তী জালেশ্বর গ্রামের মোঃ আব্দুল মতিন ঢালীর ছেলে মোঃ রুবেল ঢালীর জমি বর্গা চাষ করত প্রতিবেশী কালাইপাড় গ্রামের মোঃ ফয়েজ উদ্দিন মোল্লার ছেলের মোঃ ইসু মিয়া।জমি আবাদ নিয়ে সকালে তাদের দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়।বিবাদের এক পর্যায়ে ইসু মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা খোঁজ পেয়ে আশংঙ্কাজনক অবস্থা গফরগাঁও হাসপাতালে নিয়ে গেলে দায়িত্ব ডাঃ তাকে মৃত ঘোষণা করেন মোঃ ইসু মিয়া ব্যক্তিগত জীবনে কোন স্ত্রী সন্তান নেই।
নিহতের ভাতিজি মোছাঃ হাসি বেগম জানান,আমার চাচা মোঃ ইসু মিয়া প্রতিবেশী রুবেল মিয়া জমি বর্গা চাষ করত।বোরো মৌসুমে জমি চাষাবাদ নিয়ে চাচার সঙ্গে মোঃ রুবেলের ঝগড়া হয়।আমি হঠাৎ করে দুর থেকে দেখি চাচা মাটিতে পড়ে ছটফট করছে।গফরগাঁও থানার ওসি মোঃ ফারুক আহাম্মেদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।