You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত সহ ১০ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানাভুক্ত পলাতক অপরাধীদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তি করার চেষ্ঠা করে আসছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করে।
এসআই(নিঃ) টিটু সরকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার সিরতা ব্রীজের উপর হতে মাদক ব্যবসায়ী টাঙ্গাইল জেলার বাসাইল থানার তিরঞ্চ তিরছ পশ্চিমপাড়ার আরিফ (২৪), ময়মনসিংহ কোতোয়ালীর -চর জেলখানার মেহেদী হাসান মাহিদ(২৮) কে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে চারশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) হারুনুর রশিদ এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার জিডি নং- ২০০০, তারিখ-২১/১১/২০২২ ইং মূলে সাভার থানা, ঢাকা এর সাভার থানা পুলিশের সহায়তায় সাভার থানার খাগান এলাকা হতে মামলার আসামী ১। সাদিক(২৬), পিতা-শাহিনুর রহমান, সাং-পাটনী পাড়া, থানা-ইসলামপুর, জামালপুরকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) মাহফুজুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ সংলগ্ন বাসস্ট্যান্ডের ময়মনসিংহ-বিরিশিরি-হোগলা টিকিট কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে দস্যুতার চেষ্টার অপরাধে আসামী ১. ( জিয়ারুল ইসলাম জিয়া(২১), পিতা-আবুল হাসেম ,স্থায়ী: গ্রাম- পুনাইল (পুনাইল) , উপজেলা/থানা- ঈশ্বরগঞ্জ, জেলা -ময়মনসিংহ, বাংলাদেশ ২. () মোঃ মিজানুর রহমান (২০), পিতা-মৃতঃ শাহেদ আলী ,স্থায়ী: গ্রাম- মামদীপুর (মান্ধীপুর) , উপজেলা/থানা- গৌরীপুর, জেলা –ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং আসামীদ্বয়ের নিকট হতে (১) একটি সিলভার রংয়ের এন্টিকাটার, যাহা খোলা অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৯.২ সেঃ মিঃ, বন্ধ অবস্থায় দৈর্ঘ্য অনুমান ১৩ সেঃ মিঃ, যাহার অপরপাশে একটি স্টীলের ক্লিপ সংযুক্ত উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আনোয়ার হোসেন-২ এর অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মহারাজা রোড হতে ডাকাতির চেস্টা পুরাতন মামলায় আসামী জনি কুমার সরকার(৩৭), পিতা-চন্দন কুমার সরকার, সাং-আমলপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ) ত্রিদীপ কুমার বীর এবং কামরুল ইসলাম পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি সিআর সাজা এবং এএসআই রেজাউল করিম ০১টি সিআর ও এএসআই নুর ০১টি জিআর বডি তামিল করেন।
সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায় আঃ লতিফ, মোঃ শুকুর আলী, ও সিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ শুকুর আলী ও জিআর গ্রেফতারী পরোয়ানায় কুদ্দুছ মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।