You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম, পাবনা বগুড়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে মিতুলী ফ্যামিলি ট্রাস্ট এর অনুদানে মানবিক ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
টিএমএসএস’র ব্যবস্থাপনায় মঙ্গলবার ২২ নভেম্বর বগুড়ায় টিএমএসএসের মম-ইন বিনোদন জগতে মিতুলী ফ্যামিলি ট্রাস্ট কার্যালয় প্রাঙ্গনে ঋণ বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম ধাপে ৫০ জনকে ৩০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।বছর মেয়াদী এ ঋণ স্বল্প সুদে মাত্র ৮ শতাংশ হারে পরিশোধের সুযোগ থাকবে। ঘরে বসে ইমিটেশনের গহনা প্রস্তুতকারী,কুটির শিল্পের উৎপাদনকারী,গৃহে খাদ্য প্রস্তুতকারী,রেস্টুরেন্ট,ফাস্ট ফুড ব্যবসায়ী,ফল বিক্রেতা,ভাত,রুটি বিক্রেতা এমন ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ী মূলধন সংগ্রহ করতে ব্যর্থ হয়।এ জাতীয় ক্ষুদ্র ব্যবসায়ীগণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের কঠিন বিধিমালা অনুসরণ করায় ঋণের জন্য আবেদন করতে পারে না।ব্যবসা বড় করার ইচ্ছা থাকলেই মূলধন সংগ্রহ থেকে বঞ্চিত হয়।এরূপ বঞ্চিত সমাজ মিসিং কমিউনিটি নো এ্যাকসেস টু ফাইন্যান্স এ জাতীয় উপযোগী উৎসাহীগণ এ মানবিক ঋণের আওতায়ভূক্ত হবেন।সমগ্র বাংলাদেশে এ ঋণের পরিধি বৃদ্ধি করা হবে এমন আশাবাদ দাতা ও বাস্তবায়ন কর্তৃপক্ষের।
এ মানবিক ঋণ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে আমেরিকা থেকে অংশগ্রহণ করে বক্তব্য দেন মিতুলী ফ্যামিলি ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ও টিএমএসএস’র সাধারণ পরিষদ সদস্য গুল আফরুজ মাহাবুব,মুখ্য ট্রাস্টি ও টিএমএসএস’র আজীবন সদস্য মিতুলী মাহবুব,টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মতিউর রহমান, টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক সেক্টর প্রধান মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান,পরামর্শক মোঃ শহিদুল ইসলাম খান,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহবুবর রহমান,পরিচালক আব্দুস সালাম, পরিচালক মোহাম্মদ আলী মিঠু ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন টিএমএসএস’র নির্বাহী পরিচালকের একান্ত সচিব (প্রশাসন) কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান।মিতুলী ফ্যামিলি ট্রাস্ট মানব কল্যাণ,স্বাস্থ্য,শিক্ষা,অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন পর্যায়ে সহায়তা প্রদান করে সামাজিক অবদান রাখছে।উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ গুল আফরুজ মাহাবুব ও মিতুলী মাহবুব এর পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।বক্তাগণ সততা মানুষের বড় সম্পদ এটা কাজে লাগিয়ে অভাব দূর করণের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসার আহবান জানান।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,গ্রাহক সদস্য,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।