বগুড়ায় টিএমএসএস বিনোদন জগতে মাসব্যাপী উদ্যোক্তা মেলা

বগুড়ায় টিএমএসএস বিনোদন জগতে মাসব্যাপী উদ্যোক্তা মেলা

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা   বাংলাদেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের বগুড়ার মম-ইন বিনোদন জগতে জাতীয় ভিত্তিক মেলায় বিভিন্ন জেলা থেকে উদ্যোক্তাগণ বিপণন কেন্দ্র স্থাপন করে অতি উন্নত মানের সামগ্রী অভাবনীয় রেয়াতি দরে (বিশেষ ছাড়ে) বিক্রয় করছেন।গত সোমবার ২১ নভেম্বর ওয়াল্ড ব্যাংকের গ্লোবাল প্রাকটিজ ম্যানেজার হেলথ নিউট্রিশন এন্ড পপুলেশন সাউথ এশিয়া রিজিওন তৃণা হক এ মেলা পরিদর্শন করেন।তিনি এ মেলায় আগত দেশের বিভিন্ন এলাকার উদ্যোক্তারাদের সাথে খোঁজ খবর নেন।তিনি বাংলাদেশের সম্ভাবনা নিয়ে অনেক প্রশংসা করেছেন।তিনি জানিয়েছেন মেলায় অংশ গ্রহণ করে মালামাল ক্রয়ের মাধ্যমে ক্রেতা বিক্রেতা উভয়ের লাভবান হওয়ার সুযোগ রয়েছে।তিনি মেলায় আগত অতিথিদের ক্রেতাদের সাথে নিজেও অনেক পন্য ক্রয়ে করেছেন।তিনি বলেন দেশে উৎপাদিত এরূপ গুণগত মান সম্পন্ন সামগ্রী উৎপাদকগণের প্রতি সরকারের সর্বত্র সহায়তা করা মানে দেশকে উন্নত করা।এ সময় তৃণা হকের সাথ উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি মেলার আয়োজনকারী বিশিষ্ট সমাজ সেবক ও উদ্যোক্তা মোঃ মিজানুর রহমান মানিক ও তার দলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।এ মেলায় শিশুদের বিনোদনের একাধিক রাইডের পাশাপাশি দেশী খারারের দোকান রয়েছে।সেই সাথে গৃহ সজ্জার সরঞ্জাম সহ শিশুদের খেলনার দোকান ও নানা পসরা সাজানো আছে। এছাড়াও মম ইন বিনোদন জগৎ এর খোলামেলা প্রাকৃতিক পরিশে ভ্রমনের সুযোগ থাকায় যে কোন ব্যক্তি এ সুযোগ গ্রহণ করতে পারবে।মেলা অনুষ্ঠানে নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,দেশের বিভিন্ন জেলা থেকে আগত বহু উদ্যোক্তা,স্থানীয় ব্যবসায়ী,সাধারণ জনতা,নানা শ্রেণি পেশার মানুষ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,এনজিও কর্মী,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।