এনায়েতুর রহমান, ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ার শিবগঞ্জ হাটকালীর বাজার সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন করেন এ্যাসিস্টান্ট জেনারেল ম্যানেজার আতাউর রহমান,প্রিন্সিপাল অফিস সোনালী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ। গতকাল বুধবার(২৩ নভেম্বর) সকালে ফুলবাড়ীয়া শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুটিজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ছাইদুর রহমান রয়েল। তিনি বলেন এখন আর আগের মত টাকা ব্যাংকে রাখতে হলে অনেক দূরে যেতে হতো সেই ভয় নেই, ব্যাংকিং সেবা এখন হাতের নাগালে। ধন্যবাদ জানাই সোনালী ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের যারা আমাদের এই এজেন্ট ব্যাংকের ব্যবস্থা করে দিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিবগঞ্জ হাটকালির বাজারের সভাপতি আব্দুল আলিম আব্দুল্লাহ, শিবগঞ্জ বাজারের ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম আকরাম মন্ডল, কেশরগঞ্জ বাজার শাখা সোনালী ব্যাংকের ম্যানেজার উজ্জ্বল চন্দ্র দে, প্রবাসী পরিবার মানবতার সংগঠনের প্রতিষ্ঠাতা রফিক মন্ডল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সোনালী ব্যাংক লিমিটেড এর আউটলেট শাখার এজেন্ট আব্দুর রাজ্জাক মিলন।