শফিকুল ইসলাম,ময়মনসিংহ ময়মনসিংহের ধোবাউড়ায় ব্রাক ওয়াশ কর্মসূচি কর্তৃক বিদ্যালয়ে ওয়াটার পয়েন্ট স্থাপন করা হয়েছে।
গতকাল ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় ও বহুমূখী সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়াটার পয়েন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।
জানা যায়, উপজেলার ১২ টি বিদ্যালয়ে এই ওয়াটার পয়েন্ট স্থাপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, অসীম সেন গুপ্ত, ব্রাক ওয়াশ কর্মসূচির এরিয়া সুপারভাইজার এরশাদুল হক, কর্মসূচি সংগঠক জাহাঙ্গীর আলম,জুনিয়ার সেক্টর স্পেশালিস্ট জুয়েল রানা প্রমূখ।