আঃ খালেক পিভিএম,পাবনা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চল কর্তৃক আয়োজিত চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্হাপক সম্মেলন ২৬ নভেম্বর চট্টগ্রাম হোটেল টাওয়ার ইন ইন্টারন্যাশনাল লিঃ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এজিএম মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ব্যাংকের সামগ্রিক কর্মকান্ড ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্হাপনা পরিচালক মোঃ মোসাদ্দেক-উল-আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রুমা বান্দরবান ১৯ ব্যাটালিয়ানের সিও পরিচালক আব্দুল মজিদ, ব্যাংকের মহাব্যবস্থাপক জেড. এম.হাফিজুর রহমান।অন্য অতিথিদের মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মনজুরুল হক ও সিস্টেম এনালিস্ট মোহাম্মদ হাসান মাহমুদ প্রমুখ।কর্মশালায় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের সকল শাখা প্রধান ও কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।কর্মশালায় মেয়াদোত্তীর্ণ ও খেলাপি ঋণ আদায় কার্যক্রম জোরদার কারতে কর্মকর্তাদের আহবান জানানো হয়।