বগুড়ায় টিএমএসএসের কর্মকর্তাদের সাথে পিকেএসএফ ডিএমডির মতবিনিময়

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা   দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের।তিনি ২৬ নভেম্বর বগুড়ায় টিএমএসএস কার্যালয় পৌছালে তাঁকে টিএমএসএসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।পিকেএসএফের সহায়তায় পরিচালিত টিএমএসএসের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে তিনি কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন।তিনি গবাদি পশু প্রাণী সুরক্ষা সেবা কার্যক্রমের উপকারভোগী সদস্যদের মধ্যে ব্যাপক হারে বিভিন্ন সহায়তা প্রদান করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।তিনি সকল সদস্যদের কঠোর পরিশ্রম করে তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করার পরামর্শ দেওয়ার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।ডিএমডি মোঃ ফজলুল কাদের টিএমএসএসের কর্মপরিধি দেশের ব্যাপক এলাকায় আরো সম্প্রসারণ করতে টিএমএসএসের কর্মকর্তাদের পরামর্শ দেন।আলোচনা সভায় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি পিকেএসএফের ডিএমডি মোঃ ফজলুল কাদের টিএমএসএসে আগমন করায় টিএমএসএসের পক্ষ থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে।তিনি সকল কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।অন্যদের মধ্যে আরো আরো উপস্থিত ছিলেন টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোমবার আলী খান ও হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,হেম সেক্টরের বিভিন্ন কর্মকর্তা,সারা দেশের সকল ডোমেইন প্রধান ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ।সভায় দারিদ্র দূরীকরণে পিকেএসএফ ও টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়। পিকেএসএফের ডিএমডি মোঃ ফজলুল কাদের টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন।এ সময় টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের কর্মকতা,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার