ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৮

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভুঞার নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক, চুরি ছিনতাই, ডাকাতি প্রতিরোধ এবং আদালতের পরোয়ানাভুক্ত অপরাধীদের গ্রেফতারে বিট পুলিশিং ও টানা অভিযান চলছে। এরই অংশ হিসেব গত ২৪ ঘন্টায় চুরি, মাদক ব্যবসায়ীসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) দিদার আলম এর নেতৃত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার জুবলী ঘাট সাকিনস্থ ময়মনসিংহ চেম্বারস এন্ড কমার্সের সামনে সরকারী পাকা রাস্তার পাশে হতে মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী(২৫), সাং-খাগডহর ঘুন্টি, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ২০(বিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার তাজমহল মোড় ট্রাঙ্কপট্টি সাকিনস্থ ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোবারক হোসেন (৩০), ওপারভেজ(৩৫), উভয় সাং-বালিগাও, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ, বিধু কর্মকার(৪৪), পিতামৃতঃ কালাচান কর্মকার, মাতা-আরতি কর্মকার, সাং-কাঞ্চনপুর, থানা-বাসাইল, জেলা-টাঙ্গাইল, এপি সাং-ক্ষিতিশ পালের বাসা, মেছুয়া বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করেন এবং আসামীদের নিকট হতে সর্বমোট (০৯+০৯+০২)=২০(বিশ) বোতল ভারতীয় তৈরী মদ যাহার প্রতিটির গায়ে ইংরেজীতে ROYAL STAG, BLENDED WHISKY, NET Quty-750ml, made in india সহ ইংরেজীতে বিভিন্ন লেখা বিদ্যমান, যাহার মোট ওজন (৭৫০X২০)=১৫,০০০ মিঃলিঃ যাহার প্রতিটি বোতল ইনটেক অবস্থায় উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) মুহাম্মদ জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী মোড় এলাকা হতে চুরি মামলায় মোঃ নাহিদুল ইসলাম সবুজ (২৭),সাং-বাকৃবি শেষ মোড়, বয়ড়া, কামাল পারভেজ রুবেল (৩৯), , সাং-২৭১ মা মঞ্জিল চরপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) কামরুল হাসান এর নেতৃত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার ভাবখালী বাজার এলাকা হতে ধর্ষন মামলার আসামী কামরুল ইসলাম কাজল (৪৪), সাং-মান্দাটিয়া, থানা-ত্রিশাল,, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) শাহজালাল, ০৩নং ফাড়ি এর নেতৃত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার চরপাড়া এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলায় আসামী শাহরিয়ার হোসেন রিফাত (২২),, সাং-১৩/বি ব্রহ্মপল্লী, থানা-কোতোয়ালী, এপি/সাং-আর খাই বাঘামারা, ভাটিপাড়া, থানা-ত্রিশাল, ২। হুমায়ুন (৩৫), পিতামৃত-কাশেম আলী, সাং-চরপাড়া জনতা ব্যাংকের পিছনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) আলাউদ্দিন এর নেতৃত্বে অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটখালী মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী ১। সিরাজুল ইসলাম (৩০), পিতা-নুর হোসেন, সাং-চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এএসআই(নিঃ) মিজানুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার কেওয়াটকালী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার নিন্মলিখিত আসামীদেরকে গ্রেফতার করেন।
আসামী মোঃ হানিফ মিয়া (৩০), সাং-কেওয়াটখালী ২। সাগর (১৮) সাং-বলাশপুর ৩। সিদ্দিক (২১) সাং-কেওয়াটখালী সর্ব থানা-কোতোয়ালী মোজাম্মেল (২৩), পিতা-জালাল উদ্দিন, সাং-ভাইটকান্দি থানা-ফুলপুর খোকন মিয়া (৩০) সাং-বাড্ডা থানা-তারাকান্দা, সর্ব জেলা-ময়মনসিংহ

এএসআই(নিঃ) জহিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম ব্রীজ মোড় পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার নিন্মলিখিত আসামীকে গ্রেফতার করেন।
আসামী মোহন (২২) পিতা-আঃ রহিম সাং-কৃষ্টপুর নিউ কলোনী থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ

এসআই(নিঃ) সাইদুর রহমান সংগীয় অফিসার ও ফোর্স অভিযান চালি্যে ময়মনসিংহ কোতোয়ালী থানার মীরবাড়ী মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার নিন্মলিখিত আসামীকে গ্রেফতার করেন। আসামীর নাম ঠিকানা নিম্নরূপ মোঃ জুয়েল (৩২) সাং-সানকিপাড়া নথ আব্দুল্লাহ গলি থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

ইহা ছাড়াও এসআই(নিঃ) মাসুদ জামালী অভিযান করিয়া থানা এলাকা হতে ০১টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন। ১। দিপু বসাক, পিতামৃত-কমল বসাক, সাং-৩৭ গগন চৌধুরী আইল্যান্ড কবরখানা দাসপাড়া, কোতোয়ালী ময়মনসিংহ গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার