বগুড়ায় টিএমএসএস কার্যক্রম পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা  ঃ  দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বগুড়ায় টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করেন ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার।তিনি ৩০ নভেম্বর বুধবার বগুড়ায় টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা,সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন। তিনি টিএমএসএস পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ পরিদর্শন করেন।ভারতীয় সহকারী হাই কমিশনার টিএমএসএস কার্যালয়ে পৌঁছালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসেন আরা বেগম।পরে সহকারী হাইকমিশনার মনোজ কুমার টিএমএসএস মেডিকেল কলেজে অধ্যায়নরত ভারতীয় শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাত,আলোচনা ও মতবিনিময় করেন।এ সময় মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ একেএম মাসুদুর রহমান হলে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।তাঁর বক্তৃতায় তিনি বলেন,ইন্ডিয়া ও বাংলাদেশের মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক সহ নানা বিষয়ে চমৎকার মিল রয়েছে।দীর্ঘদিন ধরে দু’দেশের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে যে সম্পর্ক গড়ে উঠেছে তার ভীত অত্যান্ত মজবুত।তিনি আরো বলেন, আগামীতেও দুদেশের মধ্যে এ সম্পর্ক গুলি বজায় থাকবে।মতবিনিময়ে বক্তব্য দেন টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি এ প্রতিষ্ঠানটিকে আরও গতিশীল ও বেগবান করতে কর্মকর্তাদের কঠোর পরিশ্রম করার পাশাপাশি সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।তিনি ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার টিএমএসএসের কার্যক্রম পরিদর্শন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ড পরিদর্শন করে মনোজ কুমার সন্তোষ প্রকাশ করেন।এ সময় অন্যদের মধ্যে টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেন,টিএমসি এন্ড আরসিএইচ এর পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান, টিএমএসএস চিকিৎসা,শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরের ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী ও অধ্যাপক ডাঃ নূরে ফারহানা ইসলাম প্রমুখ।শেষে প্রধান অতিথি ভারতীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
টিএমএসএস বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের অংশ হিসাবে অটিজম সেন্টারের শিশুদের দেখে আবেগ প্রবণ হয়ে পড়েন তিনি।সন্ধ্যায় টিএমএসএসেট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।মতবিনিময়ে তিনি টিএমএসএস’র কার্যক্রম সম্পর্কে অবগত হন।ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার টিএমএসএস পরিদর্শনে এসে পুন্ড্র বিশ্ববিদ্যালয়,টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ,মম ড্রিংকিং ওয়াটার ফ্যাক্টরি, বিসিএল শিল্প প্রতিষ্ঠান, হ্যান্ডিক্রাফট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শন ও মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বগুড়ার সাবেক জেলা প্রশাসক ও সচিব টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ, টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান, সিনিয়র সহকারী পরিচালক আবু তাহের মোঃ রফিকুল ইসলাম,ডিডি মোহাম্মদ মোমিনুল ইসলাম,টিএমএসএস’র বিভিন্ন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রধানগণসহ নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার